Advertisement
E-Paper

আটলেটিকো কর্তারা ঘুরে দেখবেন যুবভারতী-বারাসত

আই এস এলের কলকাতা টিমের অংশীদার হিসাবে ৬ মে শহরে আসছেন আটলেটিকো মাদ্রিদের চার জনের প্রতিনিধি দল। সেই দলে আছেন সি ই ও মিগেল অ্যাঞ্জেল গিল মারিন, পিটার কেনিয়ন (পরামর্শদাতা, যিনি আগে ছিলেন চেলসি ও ম্যান ইউয়ের চিফ এক্সিকিউটিভ)-সহ মোট চার জন। দু’দিনের কলকাতা সফরে প্রথম দিন, ৬ মে সকালে ১০টা নাগাদ শহরে পৌঁছবেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০১৪ ০২:০৯

আই এস এলের কলকাতা টিমের অংশীদার হিসাবে ৬ মে শহরে আসছেন আটলেটিকো মাদ্রিদের চার জনের প্রতিনিধি দল। সেই দলে আছেন সি ই ও মিগেল অ্যাঞ্জেল গিল মারিন, পিটার কেনিয়ন (পরামর্শদাতা, যিনি আগে ছিলেন চেলসি ও ম্যান ইউয়ের চিফ এক্সিকিউটিভ)-সহ মোট চার জন। দু’দিনের কলকাতা সফরে প্রথম দিন, ৬ মে সকালে ১০টা নাগাদ শহরে পৌঁছবেন তাঁরা। কলকাতা দলের বাকি চার পার্টনারের সঙ্গে দু’দফা সভা করা ছাড়াও বারাসত স্টেডিয়াম, যুবভারতী স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখবেন তাঁরা। যাবেন মাদার হাউসে। দেখবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালও। ৭মে ফের সৌরভদের সঙ্গে সভা করার পর সাংবাদিক সম্মেলন করবেন। নৈশভোজেও থাকবেন। ৮ তারিখ ফিরে যাবেন স্পেনে।

স্পেন ছাড়ার বাহাত্তর ঘণ্টা আগে মিগেল বলে দিয়েছেন, “আই এস এল নিয়ে আমরা খুবই উৎসাহী। বিশেষ করে বাকি চার পার্টনারের সঙ্গে কাজ করতে আগ্রহী। শুনেছি কলকাতায় ফুটবল নিয়ে উন্মাদনা প্রচন্ড। আশা করছি আমরা ভারতীয় ফুটবলের ছবি পাল্টে দিতে পারব।” শহরে থাকার সময় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা আটলেটিকো কর্তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি প্রদীপ বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, নইমুদ্দিনের মতো ভারতীয় ফুটবলের নক্ষত্রদের সঙ্গে কথা বলবেন।

নির্বাসিত গে: ডোপিং-এর দায়ে এক বছর নির্বাসিত হলেন একশো মিটারের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন টাইসন গে। যুক্তরাষ্ট্রের তারকা স্প্রিন্টারের কাছ থেকে ২০১২ লন্ডন অলিম্পিকের ৪×১০০ রিলের রুপোও কেড়ে নেওয়া হয়েছে। গত বছরের জুন মাসে এক প্রতিযোগিতায় গে প্রথম ডোপ পরীক্ষায় ধরা পড়েন। খুব কম দিনের ব্যবধানে আরও দু’বার তাঁর দেহে নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড পাওয়া যায়।

yubabhati krirangan atlantico isl
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy