কুকের ইংল্যান্ড টেস্ট সিরিজে পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়ে শেন ওয়ার্নের সমালোচনা হজম করলেও, কিংবদন্তি লেগ স্পিনার ইংল্যান্ডের নতুন স্পিনার আদিল রশিদের ভেতর ‘ম্যাজিক’-এর সন্ধান পাচ্ছেন! পাক বংশোদ্ভুত ইয়র্কশায়ার লেগ স্পিনার রশিদ চলতি সিরিজেই টেস্ট অভিষেক ঘটিয়েছেন। ২৭ বছর বয়সি ইংরেজ ক্রিকেটার অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট তোলার পর দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে আট নম্বরে ব্যাট হাতে নেমে চার ঘণ্টা ক্রিজে কাটিয়ে হাফসেঞ্চুরি করে ইংল্যান্ডের হার প্রায় বাঁচিয়ে দিয়েছিলেন। সিরিজের টিভি ধারাভাষ্যকার ওয়ার্ন এ দিন আলাদা করে বলেছেন, ‘‘রশিদ অসাধারণ বোলার। আবু ধাবিতে ওর বোলিংয়ে আমি ম্যাজিক দেখেছি। আর দুবাইয়ে ব্যাট হাতে অসাধারণ লড়ল ছেলেটা। এখন শুধু ওর দরকার ধারাবাহিকতা। তা হলেই ও বড় ক্রিকেটার হয়ে উঠবে।’’