Advertisement
E-Paper

আদালতে জোড়া ধাক্কার দিনে আইসিসি-তে প্রায় নিষ্কণ্টক শ্রীনি

আদালতে জোড়া ধাক্কা খেলেন। আবার একই দিনে আইসিসি-তে বিরোধীদের দশ গোল দিয়ে দিলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন! মুদগল কমিশনে দেওয়া মহেন্দ্র সিংহ ধোনি, শ্রীনি ও সুন্দর রামনের বিবৃতির রেকর্ডিং ও লিখিত বিবরণ চেয়ে যে আবেদন জানিয়েছিল ভারতীয় বোর্ড, শুক্রবার সুপ্রিম কোর্টে সাময়িক ভাবে তা নাকচ হয়ে গেল। আবার স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে জড়িত বহিষ্কৃত আইপিএস অফিসার জি সম্পৎ কুমার আদালতের কাছে সরাসরি অভিযোগ জানালেন, এই কেলেঙ্কারির উপর পর্দা ফেলার চেষ্টা হচ্ছে কিছু নামী লোককে বাঁচানোর জন্য।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৪ ০৩:২৭

আদালতে জোড়া ধাক্কা খেলেন। আবার একই দিনে আইসিসি-তে বিরোধীদের দশ গোল দিয়ে দিলেন নারায়ণস্বামী শ্রীনিবাসন!

মুদগল কমিশনে দেওয়া মহেন্দ্র সিংহ ধোনি, শ্রীনি ও সুন্দর রামনের বিবৃতির রেকর্ডিং ও লিখিত বিবরণ চেয়ে যে আবেদন জানিয়েছিল ভারতীয় বোর্ড, শুক্রবার সুপ্রিম কোর্টে সাময়িক ভাবে তা নাকচ হয়ে গেল। আবার স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্তে জড়িত বহিষ্কৃত আইপিএস অফিসার জি সম্পৎ কুমার আদালতের কাছে সরাসরি অভিযোগ জানালেন, এই কেলেঙ্কারির উপর পর্দা ফেলার চেষ্টা হচ্ছে কিছু নামী লোককে বাঁচানোর জন্য। এই কেলেঙ্কারির তদন্তের জন্য স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠনের নির্দেশ দেওয়ার আর্জিও জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের কাছে। আগামী বুধবারের শুনানিতে এ সব প্রসঙ্গ তোলা হবে বলে জানিয়েছেন বিচারকরা।

কিন্তু সে সব তো পরবর্তী ব্যাপার। শ্রীনিবাসন তার আগে আইসিসি-তে তাঁর রাস্তা সম্পূর্ণ নিষ্কণ্টক করে ফেললেন! নিজের দিকে আসতে শেষ পর্যন্ত বাধ্য করলেন পাকিস্তানকে যারা কি না অন্যান্য দেশ শ্রীনি-সমর্থক হয়ে যাচ্ছে দেখেও এত দিন বিরোধিতা করে এসেছে।

পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে এ দিন পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, শ্রীনি-নির্দেশিত আইসিসি-তে নব্য সংস্কারের তারা মেনে নেবে। বলা ভাল, মেনে নিতে বাধ্য। কারণ তারা ভীত যে, আইসিসি-তে নানাবিধ পরিবর্তনের বিরোধিতা করলে তারা ক্রিকেট বিশ্বে সম্পূর্ণ আলাদা হয়ে পড়বে। যা সামাল দেওয়া সম্ভব হবে না। কিন্তু পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে, আইসিসি-তে যে ঢালাও বদলের কথা বলা হয়েছে, তার সমর্থন তারা একমাত্র তখনই করবে যদি ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেওয়া হয়।

“আমরা নইলে একেবারে একা পড়ে যেতাম। যদি আমরা ভাল ভাল ম্যাচ খেলার না সুযোগ পাই তা হলে আমরা দু’বছরের মধ্যে দেউলিয়া হয়ে যাব। তাই আমাদের ব্যাপারটার সঙ্গে থাকতে হচ্ছে। ভারতের সঙ্গেও ঘরের মাঠে সিরিজ খেলতে হবে,” এ দিন লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে পাক বোর্ডের চেয়ারম্যান নাজম শেট্টি। এবং ওখানেই না থেমে তিনি যোগ করেন, “আমার ক্রিকেট পরিকাঠামো দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলে পাওয়া অর্থ থেকে। আর ভারতের সঙ্গে খেলাটাও জরুরি কারণ সেখান থেকে প্রচুর অর্থ পাওয়া যায়। আমাদের তো ক্রিকেট চালাতে হবে। আলাদা হয়ে পড়ে থাকলে চলবে না। আমাদের তাই ওদের সঙ্গে যেতেই হবে। আইনি ভাবে সমস্ত কিছু কয়েক দিনেই মিটিয়ে ফেলব আমরা।”

যে ঘোষণার পরপরই ক্রিকেটমহলে বলাবলি চলছে যে, আইসিসি-তে শ্রীনির সাম্রাজ্যে আর কোনও সমস্যাই থাকল না। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা প্রথমে বিরোধিতা করলেও পরে সমর্থনের হাত বাড়িয়েছিল। এ বার সেটা করতে বাধ্য হল পাকিস্তানও। শ্রীনির বিরুদ্ধাচরণ এ বার আর করবেন কে?

যদিও দেশে বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে নিরন্তর গোলাগুলি ছোঁড়া চলছে। ধোনি ও শ্রীনি মুদগল কমিশনে যে সাক্ষ্য দিয়েছেন, তার লিখিত বিবরণ ও রেকর্ডিং না পেলে আদালতকে ধোনির বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে পারবেন না, শুক্রবার বিচারপতি একে পট্টনায়ক ও বিচারপতি জেএস খেহরের এজলাসে এই যুক্তি দেন বোর্ডের আইনজীবী সিএ সুন্দরম। অভিযোগকারী আদিত্য বর্মার আইনজীবী অজিত সিনহা পাল্টা যুক্তি দেন, বোর্ডের এগুলি পাওয়ার এক্তিয়ারই নেই। আর বোর্ড এগুলো পেলে বিহার ক্রিকেট সংস্থারও এগুলো পাওয়া উচিত। দুই বিচারপতি জানান, সত্যিই এগুলো বোর্ডকে দেওয়ার প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখে আগামী বুধবারের শুনানিতে এই ব্যাপারে জানাবেন। ফলে ধোনির বিরুদ্ধে ওঠা মিথ্যে সাক্ষ্যর অভিযোগ নিয়ে যে পাল্টা যুক্তি দেবে বলে ভেবেছিল শ্রীনি-বাহিনী, সেই পরিকল্পনা ধাক্কা খেল বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

বুধবার বিচারপতি পট্টনায়ক ও বিচারপতি কলিফুল্লার এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা। সে দিন মূল মামলার শুনানির পাশাপাশি এই ব্যাপারেও শুনানি হতে পারে। তবে শুক্রবার তামিলনাড়ুর বহিষ্কৃত আইপিএস অফিসার জি সম্পৎ কুমার যে অভিযোগ করেছেন, তা আদালতে প্রমাণিত হলে শ্রীনিবাসনের বিপদ আরও বাড়তে পারে। মুদগল কমিটির সামনে সম্পৎ কুমারও সাক্ষ্য দিয়েছিলেন। এবং তার পরই তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়। তিনি এ দিন সুপ্রিম কোর্টের কাছে এই কেলেঙ্কারির তদন্তের জন্য স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠনের আর্জি জানিয়ে অভিযোগ করেন, এই কেলেঙ্কারিতে বহু প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে। যাঁদের বাঁচানোর চেষ্টা হচ্ছে নানা ভাবে। উত্তম জৈন নামের এক বুকির ব্যাপারে খোঁজখবর নেওয়ার সময়ই তিনি তা জানতে পারেন বলে জানিয়েছেন সম্পৎ কুমার। তাঁর বক্তব্য, আইপিএল সিক্সে বিশাল এক বেটিং চক্র সক্রিয় ছিল, যাদের নেটওয়ার্ক দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশ পর্যন্ত বিস্তৃত। এই সব জানতে পারার জন্যই তাঁকে সাসপেন্ড করানো হয়েছে বলে দাবি করেছেন ওই আইপিএস অফিসার। বুধবার সম্পৎ কুমারকেও তাঁর বক্তব্য পেশ করার জন্য আদালতে ডেকে পাঠিয়েছেন দুই বিচারপতি।

এ দিকে, আইপিএল পরিচালনার কাজে তাঁকে সাহায্য করার জন্য এইচডিএফসি-র চেয়ারম্যান দীপক পারেখকে নিয়োগ করলেন অন্তর্বর্তী বোর্ড প্রেসিডেন্ট সুনীল গাওস্কর। অতীতে কেন্দ্রীয় সরকার-সহ বহু বেসরকারি ও বহুজাতিক সংস্থার দুঃসময়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের সাহায্য করেছেন ইনি।

Srinivasan icc
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy