Advertisement
E-Paper

উল্লসিত বক্সার মনোজ একহাত নিলেন কপিলকে

আদালতের রায়ে অবশেষে অর্জুন হলেন আন্তর্জাতিক সোনাজয়ী বক্সার মনোজ কুমার। এবং অর্জুন-বিতর্কে মামলা জিতেই ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় বক্সার একহাত নিলেন অর্জুন পুরস্কার নির্বাচন কমিটির চেয়ারম্যান কপিল দেবকে। মামলার রায় মনোজের অনুকূলে যেতেই এ দিনই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল অর্জুন স্মারক তুলে দেন ওই বক্সারের হাতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৪ ০৩:৩৬
ক্রীড়ামন্ত্রী সোনোওয়ালের হাত থেকে সম্মান নিয়ে মনোজ। ছবি: পিটিআই

ক্রীড়ামন্ত্রী সোনোওয়ালের হাত থেকে সম্মান নিয়ে মনোজ। ছবি: পিটিআই

আদালতের রায়ে অবশেষে অর্জুন হলেন আন্তর্জাতিক সোনাজয়ী বক্সার মনোজ কুমার। এবং অর্জুন-বিতর্কে মামলা জিতেই ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় বক্সার একহাত নিলেন অর্জুন পুরস্কার নির্বাচন কমিটির চেয়ারম্যান কপিল দেবকে। মামলার রায় মনোজের অনুকূলে যেতেই এ দিনই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল অর্জুন স্মারক তুলে দেন ওই বক্সারের হাতে।

এবং তার পরেই বোমা ফাটান মনোজ। টার্গেট অবশ্যই কপিল। প্রাক্তন ভারতীয় কিংবদন্তি অলরাউন্ডরের বিরুদ্ধে মনোজের অভিযোগ, কপিলের নেতৃত্বাধীন অজুর্ন নির্বাচন কমিটি তাঁকে বঞ্চিত করে অন্য বক্সার জয় ভগবানকে অজুর্নের জন্য মনোনীত করেছিল। যে সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টে মামলা করেন। মনোজের আন্তর্জাতিক সাফল্য বিচার করে আদালত তাঁর পক্ষে রায় দেওয়ায় স্বভাবত ক্রীড়ামন্ত্রক তাঁকে অর্জুন দিতে সম্মত হয়।

অর্জুন নিয়ে মনোজ সাংবাদিকদের বলে দেন, “জানেন, আমি নিজে কপিল দেবকে ফোন করে জানতে চেয়েছিলাম, কেন আমাকে উপেক্ষা করে অন্য এক জন বক্সারকে অর্জুন বাছলেন? কপিল আমার ফোন ধরে প্রথমেই বলেছিলেন, ‘তোমার সঙ্গে কি আমার পরিচয় আছে?’ শুনে আমি সে দিন প্রচণ্ড অপমানিত বোধ করেছিলাম। তা সত্ত্বেও কপিলকে জানিয়েছিলাম, আমি এ দেশের এক জন কমনওয়েলথ গেমস সোনাজয়ী বক্সার। নাম মনোজ কুমার। কিন্তু আমার নাম অর্জুন পুরস্কার তালিকা থেকে কেটে দিয়ে আপনার কমিটি ব্রোঞ্জজয়ী এক বক্সারকে অর্জুন দিয়েছে। কিন্তু কপিল এ বিষয়ে আমার সঙ্গে কোনও কথা বলবেন না জানিয়ে সে দিন ফোন কেটে দেন!”

এর পর মনোজ আরও যোগ করেন, “আজ নিশ্চয়ই কপিল দেব জুতসই জবাব পেয়েছেন। আজ আমি নিশ্চয়ই ওঁকে ফোন করে বলতেই পারি যে, আমি কমনওয়েলথ গেমস সোনাজয়ী বক্সার মনোজ কুমার, এবং আমি অর্জুনও!”

গোটা ব্যাপারে কপিল দেবের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি গভীর রাত পর্যন্ত।

kapil dev manoj kumar arjuna awards
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy