আরবি, কোরিয়ান বা জার্মান— একাধিক বিদেশি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনার সুযোগ দেবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)। বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতক স্তরে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুল অফ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ়-এর অধীনে মোট ১০টি ভাষায় স্নাতক স্তরের কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
উল্লিখিত বিষয়ে দ্বাদশ উত্তীর্ণেরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে, তাঁদের কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ওই পরীক্ষা মে মাসে হতে চলেছে। কোর্স অনুযায়ী, প্রতিটি বিষয়ের জন্য ১৯ থেকে ৪৮টি করে আসন বরাদ্দ করা হয়েছে।
এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিক স্টাডিজ়-এর অধীনে আয়ুর্বেদ বায়োলজি নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। আগ্রহীদের দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই বিষয়টিতেও কুয়েট ইউজি-র ফলাফলের ভিত্তিতেই নেওয়া হবে। আসনসংখ্যা ২০।
আরও পড়ুন:
ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতক স্তরে ভর্তি নেবে জেএনইউ। উল্লিখিত বিষয়ে ভর্তি হতে আগ্রহীদের জয়েন্ট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন (জেইই) মেন-এ উত্তীর্ণ হওয়া আবশ্যক। এই পরীক্ষা এপ্রিল মাসে নেওয়া হবে।
এ ছাড়াও স্কুল অফ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ় এবং স্কুল অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডিক স্টাডিজ়-এর অধীনে সার্টিফিকেট অফ প্রফিশিয়েন্সি প্রোগ্রামসও করার সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণেরা। তবে, এ জন্য তাঁদের কুয়েট ইউজি পাশ করতে হবে।