Advertisement
১৯ মে ২০২৪

উয়েফার নতুন চমক নেশনস লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নাম শোনেননি, এ রকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া প্রতিযোগিতাও ফুটবলবিশ্বে তুমুল জনপ্রিয়। কিন্তু দেশের লিগ! অভিনব এই ‘কনসেপ্ট’ রূপায়িত হতে চলেছে উয়েফার হাত ধরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৪ ০৩:৪০
Share: Save:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নাম শোনেননি, এ রকম মানুষ খুঁজে পাওয়া কঠিন। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া প্রতিযোগিতাও ফুটবলবিশ্বে তুমুল জনপ্রিয়। কিন্তু দেশের লিগ! অভিনব এই ‘কনসেপ্ট’ রূপায়িত হতে চলেছে উয়েফার হাত ধরে।

নাম উয়েফা নেশনস লিগ। যে লিগে দেশের জার্সিতে দাপট দেখানোর সুযোগ থাকছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর্জেন রবেন, টনি ক্রুজের মতো ইউরোপের সেরা নামেদের।

২০১৮ থেকেই ইউরোপীয় ফুটবলের বড় আকর্ষণ হতে চলেছে উয়েফার নতুন এই টুর্নামেন্ট। ফর্ম্যাটটা কী? ক্লাব ফুটবলের মতোই বিভিন্ন ডিভিশনে (এ, বি, সি, ডি) ভাগ করা হবে উয়েফার সদস্য ৫৪টা দেশকে। প্রতিটা ডিভিশনে থাকবে চারটে গ্রুপ। তিনটে দল নিয়ে। ডিভিশন ‘এ’ অর্থাত্‌ প্রথম ডিভিশনে থাকবে যে দেশগুলো, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে তারাই। ২০১৮ সেপ্টেম্বর থেকে নভেম্বর এক বছর অন্তর খেলা হবে এই টুর্নামেন্ট। প্রথম ডিভিশন থেকে ক্লাব ফুটবল চলার মাঝেই খেলতে হবে ফুটবলারদের। প্রথম ডিভিশনের চারটে গ্রুপের শীর্ষে থাকা চার দল সেমিফাইনালে উঠবে। যা জুন মাসে খেলা হবে। প্রথম ডিভিশন থেকে যেমন অবনমন হবে, তেমনই আবার নীচের ডিভিশন থেকে কিছু ক্লাব প্রোমোশন পাবে। সঙ্গে আবার চার সেমিফাইনালিস্ট ইউরো ২০২০-তে খেলার টিকিটও পেয়ে যাবে। দেশের এমন লিগ শুরু হলেও, বিশ্বকাপ আয়োজনে অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে। ম্যাচগুলো দেওয়া হবে আন্তর্জাতিক ফ্রেন্ডলির সময়।

উয়েফার ওয়েবসাইটে সরকারি ভাবে জানানো হয়, “উয়েফা নেশনস লিগ করার আসল কারণ হল খেলায় একাত্মতা বাড়ানো। কারণ ফুটবলাররা ভাবছে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলে প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা মুশকিল হচ্ছে।”

চার বছর অন্তর বিশ্বকাপ, ইউরো বা কোপা আমেরিকা বাদ দিলে আন্তর্জাতিক স্তরে ফুটবলের সে রকম কোনও প্রতিযোগিতা নেই। পুরোটাই ক্লাবকেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে। সেই প্রসঙ্গে উয়েফা জানিয়েছে, “নেশনস লিগের সাহায্যে উয়েফা আন্তর্জাতিক ফুটবলের মান বাড়াতে চাইছে। ক্লাব আর আন্তর্জাতিক ফুটবলের মধ্যে ভারসাম্য আনতে সাহায্য করবে এই টুর্নামেন্ট।”

উয়েফা এই টুর্নামেন্ট সম্পর্কে ঘোষণা করার পরেই আবার ক্লাব বনাম দেশ বিতর্ক নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। শোনা যাচ্ছে, ক্লাব কোচেরা এখন থেকেই চিন্তিত, এই টুর্নামেন্ট ফুটবলারদের ফিটনেসের উপর কতটা প্রভাব ফেলবে। এটাও মনে করা হচ্ছে যে, এত ঘন ঘন দেশের হয়ে খেলতে গেলে ক্লাব ফুটবলের উপর ফোকাস করতে সমস্যা হতে পারে ফুটবলারদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nations league uefa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE