Advertisement
১৮ মে ২০২৪

কোচ না থাকলেও সমস্যা হবে না সুনীলদের, বলে দিচ্ছেন আর্মান্দো

কোচ অ্যাসলে ওয়েস্টউড শাস্তি পেলেও তার প্রভাব বেঙ্গালুরু টিমে পড়বে বলে মনে করেন না আর্মান্দো কোলাসো। “ওয়েস্টউড তো ওদের প্র্যাকটিস করাতে পারবে। যাবতীয় নির্দেশ দিতে পারবে। আগে থেকে ছক বুঝিয়ে দিতে পারবে। মোহনবাগান ম্যাচেও তো বিরতির আগেই কার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন। তার পর গোলও হয়েছে। বেঙ্গালুরু ম্যাচ জিতেওছে। কোনও প্রভাব তো পড়েনি,” বলে দিলেন লাল-হলুদ কোচ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৪ ০৪:০৭
Share: Save:

কোচ অ্যাসলে ওয়েস্টউড শাস্তি পেলেও তার প্রভাব বেঙ্গালুরু টিমে পড়বে বলে মনে করেন না আর্মান্দো কোলাসো। “ওয়েস্টউড তো ওদের প্র্যাকটিস করাতে পারবে। যাবতীয় নির্দেশ দিতে পারবে। আগে থেকে ছক বুঝিয়ে দিতে পারবে। মোহনবাগান ম্যাচেও তো বিরতির আগেই কার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন। তার পর গোলও হয়েছে। বেঙ্গালুরু ম্যাচ জিতেওছে। কোনও প্রভাব তো পড়েনি,” বলে দিলেন লাল-হলুদ কোচ।

বাকি দু’ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বেঙ্গালুরু। কিন্তু তার আগেই সমস্যায় দলের ব্রিটিশ কোচ । রেফারির সঙ্গে ঝামেলা এবং ড্রেসিংরুমের কাচ ভাঙার জন্য অন্তত চার ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি। সবথেকে বড় কথা সুনীল ছেত্রী-শন রুনিদের সব ম্যাচই খেলতে হবে গোয়ায় গিয়ে। কিন্তু এতে কি সুবিধা হতে পারে ইস্টবেঙ্গলের। শুনে বেশ বিরক্তই হন আর্মান্দো। “শেষ চার ম্যাচের মধ্যে আমাদেরও দু’টি অ্যাওয়ে ম্যাচ রয়েছে। আর বেঙ্গালুরু কী করল তা নিয়ে ভাবা আমার কাজ নয়। ইস্টবেঙ্গল নিয়েই ভাবছি। আমরা না জিততে পারলে অন্য কোনও টিম পয়েন্ট নষ্ট করলেও কোনও লাভ হবে না।”

ইস্টবেঙ্গলকে আই লিগ চ্যাম্পিয়ান হতে গেলে বেঙ্গালুরুকে যেমন পয়েন্ট নষ্ট করতে হবে, তেমনই বাকি চার ম্যাচ জিততেই হবে চিডি-সুয়োকাদের। পুণে ম্যাচের আগে অবশ্য চিডি দু’দিন বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন। মেহতাবও সম্ভবত ১৮ জনের দলে ফিরছেন। পুরো ম্যাচ খেলতে না পারলেও পরে নামতে পারেন তিনি। তুলুঙ্গাও চোট সারিয়ে সুস্থ। তবে চিডি খেলতে পারবেন কি না, আজ শুক্রবার অনুশীলনের পর সিদ্ধান্ত নেবেন আর্মান্দো। বললেন, “শুক্রবার সকালে অনুশীলনের পর চিডির কী পরিস্থিতিতে আছে দেখে নিয়ে সিদ্ধান্ত নেব।” চিডি অবশ্য নিজে বলছেন, “আশা করি, খেলতে পারব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunil Chhetri armando colaco
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE