Advertisement
E-Paper

কাপ উঁকি-ঝুঁকি

অন্যতম ফেভারিট টিম দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ শুরুর আগেই চিন্তায় রাখল নিউজিল্যান্ড। বুধবার প্রস্তুতি ম্যাচে ট্রেন্ট বোল্টের দাপটে (৫-৫১) এবি ডে’ভিলিয়ার্সের টিমকে ১৩৪ রানে উড়িয়ে দিল তারা। ডেল স্টেইন আর হাসিম আমলাকে এ দিন বিশ্রাম দিয়েছিল প্রোটিয়ারা।

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:৪৬

বিধ্বংসী বোল্ট

অন্যতম ফেভারিট টিম দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ শুরুর আগেই চিন্তায় রাখল নিউজিল্যান্ড। বুধবার প্রস্তুতি ম্যাচে ট্রেন্ট বোল্টের দাপটে (৫-৫১) এবি ডে’ভিলিয়ার্সের টিমকে ১৩৪ রানে উড়িয়ে দিল তারা। ডেল স্টেইন আর হাসিম আমলাকে এ দিন বিশ্রাম দিয়েছিল প্রোটিয়ারা। ক্রাইস্টচার্চে স্টেইনহীন বোলিংকে শাসন করে কিউয়ি ব্যাটিং করে ৩৩১-৮। কেন উইলিয়ামসন (৬৬), ব্রেন্ডন ম্যাকালাম (৫৯) ছাড়া রান পান রস টেলরও (৪১)। জবাবে ব্যাট করতে নেমে দুমিনি (৮০) আর ফিলান্ডার (৫৭) চেষ্টা করেও দলের হার রুখতে পারেননি।

মাসাকাদজার চমক

প্রায় দেড় দশক আন্তর্জাতিক ক্রিকেট খেললেও বিশ্বকাপে কখনও খেলেননি। ৩১ বছরের হ্যামিল্টন মাসাকাদজা বিশ্বকাপ অভিষেক হওয়ার আগেই অবশ্য চমকে দিলেন প্রস্তুতি ম্যাচে। তাঁর সেঞ্চুরির (১১৭ ন.আ) সাহায্যে জিম্বাবোয়ে সাত উইকেটে হারাল শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে ২৭৯-৮ করে শ্রীলঙ্কা। মালিঙ্গা, নুয়ান কুলশেখরাদের বোলিং সেই রান তোলা আটকাতে পারেননি মাসাকাদজার দাপটে। আট বাউন্ডারি আর তিনটে ছক্কা দিয়ে সাজানো ইনিংসে প্রায় পাঁচ ওভার বাকি থাকতেই তিনি দলকে জয় এনে দেন।

মিসবার দাপট

বাংলাদেশের পর ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মহাযুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়ল পাকিস্তানের। তরুণ পাক বোলিং নিয়ে সমর্থকদের খচখচানি থাকলেও ইংল্যান্ডকে কিন্তু এ দিন ২৫০ রানের বেশি এগোতে দেয়নি পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ক্যাপ্টেন মিসবা উল হক (৯১ ন.আ) আর উমর আকমলের (৬৫) পঞ্চম উইকেটে ১৩৩ রানের পার্টনারশিপের ওপর ভর করে জিতল তারা।

icc world cup world cup 2015
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy