Advertisement
২১ মে ২০২৪

কাপ-কথা

ফের টক্কর দুই মহাতারকার। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আবার ছাপিয়ে গেলেন লিওনেল মেসি। তবে মাঠের পারফরম্যান্সে নয়, ক্লাবের সঙ্গে চুক্তির অঙ্কে। বিশ্বকাপের আগে বার্সেলোনা মেসির সঙ্গে নতুন চুক্তি ঘোষণা করল। পাঁচ বছরের জন্য এই চুক্তিতে বার্সার রাজপুত্র প্রতি মরসুমে ১৬.৩ মিলিয়ন পাউন্ডের অঙ্ক পিছিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ মহাতারকাকে (১৫ মিলিয়ন পাউন্ড)। চলতি মরসুমে প্রায় ট্রফিহীন বার্সেলোনা শনিবার আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে লা লিগা জয়ের যুদ্ধে নামছে। তার আগে মেসির চুক্তি বার্সার প্লেয়ারদের মনোবল কতটা বাড়াতে পারে সেটাই দেখার।

শেষ আপডেট: ১৭ মে ২০১৪ ০২:৫৯
Share: Save:

রোনাল্ডোকে টপকালেন মেসি

ফের টক্কর দুই মহাতারকার। এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আবার ছাপিয়ে গেলেন লিওনেল মেসি। তবে মাঠের পারফরম্যান্সে নয়, ক্লাবের সঙ্গে চুক্তির অঙ্কে। বিশ্বকাপের আগে বার্সেলোনা মেসির সঙ্গে নতুন চুক্তি ঘোষণা করল। পাঁচ বছরের জন্য এই চুক্তিতে বার্সার রাজপুত্র প্রতি মরসুমে ১৬.৩ মিলিয়ন পাউন্ডের অঙ্ক পিছিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ মহাতারকাকে (১৫ মিলিয়ন পাউন্ড)। চলতি মরসুমে প্রায় ট্রফিহীন বার্সেলোনা শনিবার আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ঘরের মাঠে লা লিগা জয়ের যুদ্ধে নামছে। তার আগে মেসির চুক্তি বার্সার প্লেয়ারদের মনোবল কতটা বাড়াতে পারে সেটাই দেখার।

ব্লাটারের ‘ভুল’

শেষ পর্যন্ত স্বীকার করেই ফেললেন ফিফা প্রেসিডেন্ট। ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কাতারকে দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। সুইস মিডিয়ায় এ দিন সেপ ব্লাটার বলেন, “নিশ্চিত ভাবেই ভুল। তবে ভুল তো মানুষ মাত্রই করে।” বিশ্বকাপের সময় কাতারের গড় তাপমাত্রা থাকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। চার বছর আগে সেখানে বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়ার ভুলটা কেন হল? ব্লাটারের সাফাই, “গ্রীষ্মে প্রচণ্ড তাপমাত্রা থাকে ওখানে। তবে ফিফার এগজিকিউটিভ কমিটির অধিকাংশের সমর্থন ছিল এই সিদ্ধান্তের পিছনে।” এখন উপায়? ফিফা প্রেসিডেন্ট বলে দেন, “খুব সম্ভবত ২০২২ বিশ্বকাপ শীতকালে হবে। তখন কাতারের তাপমাত্রা থাকে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস। ওটাই বিশ্বকাপ আয়োজনের আদর্শ সময়।”

নাসরির বান্ধবীর বিরুদ্ধে মামলা

সমীর নাসরির বান্ধবীকে আদালতে টেনে নিয়ে গেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ। ফরাসি মিডফিল্ডারকে বিশ্বকাপ টিমে না রাখার পর দেশঁকে টুইটারে অশ্লীল গালিগালাজ করেছিলেন নাসরির বান্ধবী আনারা আতানেস। দেশের বিশ্বকাপ টিমকেও গালিগালাজ করতে ছাড়েনি আনারা। যার প্রত্যাঘাতে দেশঁ তাঁর বিরুদ্ধে এ দিন মামলা দায়ের করলেন। ফ্রান্সের কোচ পাশে পেয়েছেন দেশের ফুটবল ফেডারেশনকে। এ দিন এক বিবৃতি মারফত বলা হয়, দেশঁ-র বিরুদ্ধে যে সব কথা বলা হয়েছে, ফুটবল ফেডারেশন তার বিরোধী। এমনকী গোট ফ্রান্সই সেই মন্তব্যের বিরোধী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE