Advertisement
২২ মে ২০২৪

কাপ-কথা

বিশ্বকাপে টিমকে ফাইনালে তুলেছেন। কখনও প্র্যাকটিসে বিদ্রোহে দিয়েছেন নেতৃত্ব। বিশ্বকাপেই। ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরি এ বার কী চমক দেন তা নিয়েও উৎসাহ কম নয়। আর বিশ্বকাপে দেখা যাবে না তাঁকে। রিবেরি নিজেই তা জানালেন। কিন্তু এ বার ফ্রান্সের সুযোগ কতটা জানতে চাইলে বলে দেন, “ব্রাজিলে আমাদের কাপ জেতার চেষ্টা করতে হবে।” তবে রিবেরির সিদ্ধান্ত কিছুটা হঠকারী বলে মনে করছেন সে দেশের ফুটবল প্রধান নোয়েল লে গ্রায়েট।

শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০৩:০৫
Share: Save:

রিবেরির শেষ বিশ্বকাপ

বিশ্বকাপে টিমকে ফাইনালে তুলেছেন। কখনও প্র্যাকটিসে বিদ্রোহে দিয়েছেন নেতৃত্ব। বিশ্বকাপেই। ফ্রান্সের ফ্রাঙ্ক রিবেরি এ বার কী চমক দেন তা নিয়েও উৎসাহ কম নয়। আর বিশ্বকাপে দেখা যাবে না তাঁকে। রিবেরি নিজেই তা জানালেন। কিন্তু এ বার ফ্রান্সের সুযোগ কতটা জানতে চাইলে বলে দেন, “ব্রাজিলে আমাদের কাপ জেতার চেষ্টা করতে হবে।” তবে রিবেরির সিদ্ধান্ত কিছুটা হঠকারী বলে মনে করছেন সে দেশের ফুটবল প্রধান নোয়েল লে গ্রায়েট। তিনি বলেন, “রিবেরি চার বছর পরের বিশ্বকাপেও খেলতে পারত।”

যৌনসংসর্গে ‘না’

মজা করো। তবে মাঠে। কিন্তু বিশ্বকাপে যৌনসংসর্গ নৈব নৈব চ! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা জেভিয়ার হার্নান্দেজ-সহ টিমের ফুটবলারদের এমনই নির্দেশ মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরার। “এক জন প্লেয়ার দিন কুড়ি বা মাস খানেক যৌনসংসর্গ ছাড়া থাকতে না পারলে সে পেশাদার ফুটবলারই নয়। বিশ্বকাপে আমরা কোনও পার্টি করতে যাচ্ছি না,” স্থানীয় একটি সংবাদপত্রে বলেন মেক্সিকোর কোচ হেরেরা।

লামের দুশ্চিন্তা

কাপ জয়ের দৌড়ে তাঁর টিম অন্যতম ফেভারিট হলেও দুশ্চিন্তা কাটছে না ফিলিপ লামের। জার্মান ক্যাপ্টেনের চিন্তা রক্ষণ নিয়ে। বলছেন, “রক্ষণ নিয়ে খাটতে হবে। সম্প্রতি প্রচুর গোল খেয়েছি আর বিপক্ষকে সুযোগ দিয়েছি।” প্রায় দুর্ভেদ্য ডিফেন্সের ঐতিহ্য থাকলেও জার্মান টিমকে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে ৩ গোল হজম করতে হয়েছে। বিশ্বকাপের কোয়ালিফায়ারেও সুইডেনের কাছে ৪ গোল খেতে হয়েছিল। ২০০৬ আর ২০১০ বিশ্বকাপে সেমিফাইনালে শেষ করার যন্ত্রণা এ বার না পেতে তাই ডিফেন্স নিয়ে এখনই উঠেপড়ে লেগেছেন জার্মান ক্যাপ্টেন।

দশ বছর পর বিশ্বকাপের বল তৈরি হচ্ছে পাকিস্তানে। শিয়ালকোটের কারখানায় পাক মেয়েদের ব্যস্ততা। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE