Advertisement
০১ মে ২০২৪

কাপ কথা

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ভুল ত্রুটিগুলি শুধরে নেওয়াই সব টিমের প্রধান লক্ষ্য থাকে। তবে বুধবার মেক্সিকোর প্রস্তুতি ম্যাচ অন্য মাত্রা পেয়ে গেল- কুয়াউতেমক ব্ল্যাঙ্কোর জন্য। যিনি মেক্সিকোর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৪১ বছরের ব্ল্যাঙ্কোর ফেয়ারওয়েল ম্যাচ ছিল এটি। যে ম্যাচে ইজরায়েলকে ৩-০ হারাল মেক্সিকো। জাতীয় দলের জার্সি গায়ে ৩৯টি গোল রয়েছে ব্ল্যাঙ্কো। তিনটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন মেক্সিকোর হয়ে।

শেষ আপডেট: ৩০ মে ২০১৪ ০৩:০৭
Share: Save:

ইজরায়েলকে হারাল মেক্সিকো

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ভুল ত্রুটিগুলি শুধরে নেওয়াই সব টিমের প্রধান লক্ষ্য থাকে। তবে বুধবার মেক্সিকোর প্রস্তুতি ম্যাচ অন্য মাত্রা পেয়ে গেল- কুয়াউতেমক ব্ল্যাঙ্কোর জন্য। যিনি মেক্সিকোর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ৪১ বছরের ব্ল্যাঙ্কোর ফেয়ারওয়েল ম্যাচ ছিল এটি। যে ম্যাচে ইজরায়েলকে ৩-০ হারাল মেক্সিকো। জাতীয় দলের জার্সি গায়ে ৩৯টি গোল রয়েছে ব্ল্যাঙ্কো। তিনটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন মেক্সিকোর হয়ে। ১৯৯৯ সালে কনফেডারেশন কাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। বিশ্বকাপের আগে এটাই মেক্সিকোর ঘরের মাঠে শেষ ম্যাচ ছিল। এর পর যুক্তরাষ্ট্রে গিয়ে তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। মেক্সিকোর বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৩ জুন, ক্যামেরুনের বিরুদ্ধে।

জিরুর জোড়া

নরওয়েকে ফ্রেন্ডলি ম্যাচে ২-০ হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ফ্রান্স। জোড়া গোল করে ম্যাচের নায়ক আর্সেনালের ফরোয়ার্ড অলিভিয়ের জিরু। বাকি দুই গোলদাতা জুভেন্তাসের মিডফিল্ডার পোগবা আর পরিবর্ত হিসেবে নামা লইক রেমি। ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ বিশ্রাম দেওয়ায় মঙ্গলবার ম্যাচে ছিলেন না টিমের দুই তারকা করিম বেঞ্জিমা আর ফ্রাঙ্ক রিবেরি। তবে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আর বায়ার্ন মিউনিখের উইঙ্গার না থাকলেও জিরুর এই ফর্ম স্বস্তিতে রাখতে পারে দেশঁকে। ব্রাজিল উড়ে যাওয়ার আগে রিবেরিরা আরও দুটি প্রস্তুতি ম্যাচে নামবেন যথাক্রমে প্যারাগুয়ে আর জামাইকার বিরুদ্ধে।

দুর্ঘটনার ছায়া

জার্মনির প্রস্তুতি শিবিরে হঠাৎই দুর্ঘটনার ছায়া। জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজের একটি অনুষ্ঠানে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। ফর্মুলা ওয়ান চালক নিকো রোজবার্গ ও আর এক পেশাদার ট্যুর চালক পাস্কাল হোয়ারলেইনের গাড়ি দুই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিলেন দুই জার্মান ফুটবলার বেনেডিক্ট হাউইডিস ও জুলিয়ান ড্রাক্সলারও। তাঁরা গাড়িতে বসেছিলেন। সঙ্গে সঙ্গে আহত ওই দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাকি চার জনের কোনও আঘাত লাগেনি। ঘটনার পর ইতালিতে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিলেও দুর্ঘটনার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেননি বেনেডিক্ট আর ড্রাক্সলার। যার প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা শিবিরেই।

দেল বস্কির আশা

চূড়ান্ত দল ঘোষণার আগে এখনও দিয়োগো কোস্তার চোট সারার অপেক্ষায় ভিসেন্তে দেল বস্কি। স্পেন কোচের আশা দ্রুত হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে উঠবেন আটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার। বর্ষীয়ান কোচ বলেন, “কোস্তার পেশিতে চোট রয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, যাতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারি। ২ জুন পর্যন্ত চূড়ান্ত দল নির্বাচনের সময় রয়েছে। তাই তাড়াহুড়ো করতে চাই না।” সঙ্গে তিনি আরও বলেন, “আশা করছি ও তার মধ্যে ফিট হয়ে যাবে। না হলে ওর পরিবর্ত ফুটবলারও তৈরি আছে।’’ শুধু কোস্তাই নয়, উইঙ্গার জেসাস নাভাস আর রাইট ব্যাক জুয়ানফ্রানের চোটও স্পেনের কোচের চিন্তার বিষয় হয়ে উঠতে পারে।

অপেক্ষা ফালকাওয়ের

বিশ্বকাপের প্রাথমিক দল থেকেই ছিটকে গেলেন কলম্বিয়ার মিডফিল্ডার এডউইন ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার কোচ জোস পেকারম্যান সরকারি ভাবে জানিয়েছেন, “ভ্যালেন্সিয়ার চোট এখনও সারেনি, তাই বিশ্বকাপের দলে তাঁকে রাখা সম্ভব হচ্ছে না।” এ দিকে কলম্বিয়ার আর এক ফুটবলার রাদামেল ফালকাও চোট সারিয়ে পুরো ফিট হয়ে উঠতে পারেননি। তবে ফালকাওয়েরও মতো গুরুত্বপূর্ণ স্ট্রাইকারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছেন পেকারম্যান। বলেও দিলেন, “ফালকাওয়ের জন্য শেষ দিন কেন, শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি।” উল্লেখ্য, জানুয়ারিতে বাঁ পায়ের লিগামেন্টে গুরুতর চোট পেয়েছিলেন ফালকাও।

ফের বিক্ষোভ

নেইমারদের প্র্যাকটিসে হামলার ৪৮ ঘণ্টার মধ্যেই সরকারের অস্বস্তি বাড়িয়ে ফের বিশ্বকাপ বিরোধী বিক্ষোভে উত্তাল ব্রাজিল। প্রায় এক হাজার বিক্ষোভকারী রাজধানী রিও-র কাছেই ব্রাসিলিয়া স্টেডিয়ামে মঙ্গলবার হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। সাধারণ মানুষকে চাক্ষুষ করার সুযোগ দিতে স্টেডিয়ামে তখন বিশ্বকাপের ট্রফি জনসমক্ষে রাখা ছিল। বিক্ষোভকারীদের বক্তব্য, এত অর্থ ব্যয়ে ব্রাজিলে বিভিন্ন স্টেডিয়াম নির্মাণের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধিতে অনেকেই মাথার ছাদ হারিয়েছেন। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসও ছুড়তে হয়।

ক্যামেরুন। বিশ্বফুটবলে যে দেশের পরিচিত নাম ‘আফ্রিকার সিংহ’।
অস্ট্রিয়ায় মিল্লার দেশের ফুটবলরাদের প্রস্তুতি দেখতে তাই
জনৈক সমর্থক পরলেন সিংহের মুখোশ। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE