Advertisement
২০ এপ্রিল ২০২৪

কাপ কথা

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার জ্বালা কিছুতেই ভুলতে পারছেন না কার্লোস তেভেজ। তিন বছর আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করার পর আর্জেন্তিনা চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে ছিটকে গিয়েছিল। তার পর আর কোচ আলেহান্দ্রো সাবেয়া তাঁকে দলে নেননি। বিশ্বকাপের দল থেকেও বাদ দিয়ে দিয়েছেন তাঁকে। তাই তেভেজ ঠিক করেছেন, এ বার বিশ্বকাপই দেখবেন না। তা হলে বিশ্বকাপের সময় কী করবেন? তেভেজ বলেন, “বিশ্বকাপ নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি কোনও খবর রাখছি না। বিশ্বকাপ দেখবও না। ওই সময় পরিবারের সঙ্গে সময় কাটাব। গল্ফ খেলব।”

শেষ আপডেট: ১৩ জুন ২০১৪ ০৩:৪৫
Share: Save:

তেভেজের অভিমান

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার জ্বালা কিছুতেই ভুলতে পারছেন না কার্লোস তেভেজ। তিন বছর আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করার পর আর্জেন্তিনা চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে হেরে ছিটকে গিয়েছিল। তার পর আর কোচ আলেহান্দ্রো সাবেয়া তাঁকে দলে নেননি। বিশ্বকাপের দল থেকেও বাদ দিয়ে দিয়েছেন তাঁকে। তাই তেভেজ ঠিক করেছেন, এ বার বিশ্বকাপই দেখবেন না। তা হলে বিশ্বকাপের সময় কী করবেন? তেভেজ বলেন, “বিশ্বকাপ নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি কোনও খবর রাখছি না। বিশ্বকাপ দেখবও না। ওই সময় পরিবারের সঙ্গে সময় কাটাব। গল্ফ খেলব।”

বিশ্বকাপের পর অবসর

বিশ্বকাপের পর আর দেশের জার্সি গায়ে মাঠে নামবেন না ইতালির তারকা আন্দ্রে পির্লো। ২০০৬-এর বিশ্বকাপে দেশকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন পির্লো। ২০১০-এ প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলেও ছিলেন তিনি। তবে ৩৫ বছরের পির্লো এ বার ঠিক করলেন, আন্তর্জাতিক ফুটবলে আর না। এ বার তিনি জুভেন্তাসের হয়ে খেলায় মন দিতে চান। বুধবার সাংবাদিক বৈঠকে বলেন, “আমার তো আর বয়স কমছে না। এখন কমবয়সিদের জায়গা ছেড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। তাই ভাবলাম বিশ্বকাপের পর থামা দরকার।”

সমীক্ষায় সেরা স্পেন

বিশ্বকাপের মাঠে বল গড়ানোর আগেই সমীক্ষা বলে দিল, স্পেনই এ বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে। সুইৎজারল্যান্ডের একটি সংস্থা সিআইইএস ফুটবল অবজার্ভেটরি এই সমীক্ষা করেছে। তাতে ৩২টি দলের খেলোয়াড়দের ফুটবল জীবনের নানা ওঠা-পড়া বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছে তারা। এই সমীক্ষা থেকে উঠে আসা আরও চাঞ্চল্যকর দাবি হল, ফাইনালে নেইমারদের ঘরের মাঠে হারিয়েই বিশ্বকাপ হাতে তুলতে পারে দেল বস্কির দল। শেষ ১৬-য় যে ব্রাজিল নেদারল্যান্ডসকে হারাতে পারে, সেই ভবিষ্যদ্বাণীও করা হয়েছে। অন্য দিকে বলা হয়েছে, স্পেন ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে। আর আর্জেন্তিনা ইকুয়েডরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে। সেমিফাইনালে ব্রাজিল ও ফ্রান্সের দেখা হতে পারে ও স্পেন আর্জেন্তিনার মুখোমুখি হতে পারে।

বিশ্বকাপেও বাপিদা

ভোটপর্ব মেটার পর এ বার বিশ্বকাপ জ্বর গায়ে লেগেছে বাপি লাহিড়ীরও। এবং তা এতটাই যে, লিখে ফেলেছেন আস্ত একটা গানও। সুরকার অবশ্যই তিনি। যার কথা “উই আর অল ওয়ান, থ্রিল অ্যান্ড ফান, দ্যাট’স ফুটবল”। যা প্রকাশিত হল বিশ্বকাপের প্রথম দিন বৃহস্পতিবারই।

ধর্মঘট শেষ ও শুরু

সাও পাওলোর সাবওয়ে কর্মীরা ধর্মঘট তুলে নিলেও রিও ডি জেনেইরোর এয়ারপোর্ট কর্মীরা ফের কাজকর্ম বন্ধ করে দিয়ে বসে রইলেন। বিশ্বকাপের আসরে একটা সমস্যা মেটে তো আর একটা শুরু হয়। সাধারণ মানুষের সুবিধার্থে ও সরকারের অনুরোধে আপাতত হরতাল তুলে নিতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন সাবওয়ে কর্মীরা। কিন্তু রিওয় অবস্থা তেমন অনুকুল নয়। রবিবার সেখানে আর্জেন্তিনার প্রথম ম্যাচ। কিন্তু তার আগেই বিমানবন্দরের কর্মীদের ধর্মঘটে ঝামেলায় পড়বেন সমর্থকরা। এয়ারপোর্ট ইউনিয়নের এক নেতা অবশ্য বলেছেন, ২০ শতাংশ কর্মী ধর্মঘটে থাকবেন। বাকিরা কাজ করবেন। কারণ, সরকারের পক্ষ থেকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে, অন্তত ৮০ শতাংশ কর্মী কাজে না এলে মোটা অঙ্কের জরিমানা করা হবে তাদের।

সংবাদ বিক্রি

ইতালির সংবাদ মাধ্যমগুলিকে রীতিমতো অর্থের বিনিময়ে ব্রাজিলে তাদের দলের খবর জোগাড় করতে হচ্ছে। সে দেশের ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, সাংবাদিক বৈঠকের ভিডিও রেকর্ডিং ও অন্যান্য ভিডিও নিউজ পেতে গেলে তা অর্থের বিনিময়ে পেতে হবে। যা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশ জুড়ে। বিশেষ করে টিভি নিউজ চ্যানেলগুলির কর্তারা এর প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ইতালীয় ফেডারেশন তা মানতে নারাজ। শেষ পর্যন্ত যদি ফেডারেশন মত না বদলায়, তা হলে ইতালির সংবাদ মাধ্যমের সঙ্গে প্রবল সঙ্ঘাতে যাওয়ার হুমকি দিয়ে রাখল সে দেশের নিউজ চ্যানেলগুলির সংগঠন।

বিশ্বকাপে ভারত

চলতি ব্রাজিল বিশ্বকাপে ভারতের কোনও ভূমিকা নেই, এ কথা বলা মোটেই ঠিক হবে না। কারণ, জলন্ধরের এক ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা বিশ্বকাপে ব্যবহৃত বলের লক্ষাধিক প্রতিকৃতি তৈরির বরাত পেয়েছে। এই বলগুলি সারা দুনিয়ায় বিশ্বকাপের প্রচারের কাজে ব্যবহার করেছে ফিফা। চন্ডীগড়ের রত্তন ব্রাদার্স যেখানে এ রকম প্রায় তিন লক্ষ বল তৈরি করে বিভিন্ন দেশে পাঠিয়েছে, সেখানে নিভিয়া স্পোর্টসও এ রকমই বল বানিয়ে সারা দেশের বাজারে ছড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ শুরু হলে এই বলগুলি ‘হট কেক’-এর মতো বিক্রি হবে বলে মনে করেন এই সংস্থার কর্তারা।

রোনাল্ডোদের ঘরে

ব্রাজিলের টিম হোটেলে প্রতিদিন ঘুম থেকে উঠে কার মুখ দেখবেন এই বিশ্বকাপের সবচেয়ে চর্চিত দুই তারকা? লিওনেল মেসির ক্ষেত্রে উত্তরটা এতদিনে জানা হয়ে গিয়েছে বিশ্ববাসীর। আর্জেন্তিনা অধিনায়কের রুমমেট সের্জিও আগেরো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অবশ্য চোখ মেলে সবার আগে দেখতে পাবেন নিজের ছবি! এ দিনই ব্রাজিলে পা রেখেছে পর্তুগাল। এবং সাও পাওলোর কাপিনাস শহরে পর্তুগালের টিম হোটেলে রোনাল্ডোদের জন্য অপেক্ষা করে ছিল চমক। টিমের প্রত্যেক ফুটবলারের জন্য আদালা ঘর, যে ঘরের দেওয়ালে সোনালি হরফে সেই প্লেয়ারের নাম এবং জার্সি নম্বর লেখা। সঙ্গে তারই খেলার নানা পোস্টার। দুই ফুটবলার জোয়াও মোতিনহো আর জোয়াও পেরেরা তো ঝটিতি ঘরের ছবি পোস্টও করে ফেলেছেন টুইটারে। ব্রাজিলের টিম হোটেলের এই চমক বাড়তি তাতিয়ে দিয়েছে টিমকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup fifa world cup 2014 mexico
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE