Advertisement
১৬ মে ২০২৪
জার্মানির ৩০: বল গড়াতে বাকি ৩৪ দিন

ক্লোজের সামনে হঠাৎ সুযোগ বিশ্বরেকর্ডের

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে ধারাবাহিক প্রতিদ্বন্দ্বী ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করে দিল। জার্মানি। ফিফা বিশ্বকাপের ৮৩ বছরের ইতিহাসে যে দেশ তিন বার চ্যাম্পিয়ন, চার বার রানার্স, চার বার তৃতীয়, এক বার চতুর্থ স্থানাধিকারী। পেলের দেশে ২০১৪ বিশ্বকাপে দলগত ভাবে জার্মানি কী করবে সেটা ভবিষ্যতের গর্ভে নিহিত। তবে ব্যক্তিগত ভাবে এক জার্মান ফুটবলারের সামনে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড করার সোনার সুযোগ এসে পড়েছে। বৃহস্পতিবার জোয়াকিম লো-র দলের পুরো স্কোয়াড ঘোষিত হওয়ার পরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০১৪ ০৩:১৭
Share: Save:

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে ধারাবাহিক প্রতিদ্বন্দ্বী ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করে দিল।

জার্মানি। ফিফা বিশ্বকাপের ৮৩ বছরের ইতিহাসে যে দেশ তিন বার চ্যাম্পিয়ন, চার বার রানার্স, চার বার তৃতীয়, এক বার চতুর্থ স্থানাধিকারী।

পেলের দেশে ২০১৪ বিশ্বকাপে দলগত ভাবে জার্মানি কী করবে সেটা ভবিষ্যতের গর্ভে নিহিত। তবে ব্যক্তিগত ভাবে এক জার্মান ফুটবলারের সামনে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড করার সোনার সুযোগ এসে পড়েছে। বৃহস্পতিবার জোয়াকিম লো-র দলের পুরো স্কোয়াড ঘোষিত হওয়ার পরে।

মিরোস্লাভ ক্লোজে।

পঁয়ত্রিশ বছর বয়সি লাজিও স্ট্রাইকার শেষ পর্যন্ত জার্মানির তেইশ জনের চূড়ান্ত দলে থাকলে (যেটার সম্ভাবনাই বেশি। যে-হেতু এত সিনিয়র এক বিশ্বকাপারকে অপ্রত্যাশিত ভাবে প্রাথমিক দলে নির্বাচিত করার পর চূড়ান্ত দল থেকে তাঁর বাদ পড়াটা আরওই বেশি অপ্রত্যাশিত।) ব্রাজিলে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার থেকে মাত্র দু’গোল দূরে থাকবেন। এক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ানই আপাতত সেই রেকর্ডের মালিক। রোনাল্ডো। ১৫ গোল। ক্লোজে এর আগে ২০০২ আর ২০০৬ বিশ্বকাপে পাঁচটি করে গোল করেছিলেন। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে করেছিলেন চার গোল। সব মিলিয়ে ১৪ গোল। পরের মাসে তাঁর চতুর্থ বিশ্বকাপ খেলার সুযোগ ঘটলে ক্লোজে আর দু’টো গোল করলেই রোনাল্ডোর রেকর্ড টপকে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেলবেন।

“মিরো (জার্মান ফুটবল মহলে এই নামেই পরিচিত মিরোস্লাভ ক্লোজে) সব সময় বড় টুর্নামেন্টে টপ ফর্মে থাকে। গোল করার পাশাপাশি এটা ওর একটা বাড়তি গুণ। ব্রাজিলে ক্লোজের শেষ বিশ্বকাপ হতে চলাটা কার্যত নিশ্চিত”, এ দিন এ কথা বলে জার্মানির হয়ে ১৩১ ম্যাচে ৬৮ গোল করা ক্লোজের পাশাপাশি বিশ্বজোড়া জার্মান ফুটবলপ্রেমীদেরও আশ্বস্ত করে দিয়েছেন কোচ জোয়াকিম লো।

দু’হাজার ছয় বিশ্বকাপে সোনার বুট জয়ী ক্লোজে মোট ১৪ গোল করে টুর্নামেন্টের ইতিহাসে তাঁর দেশোয়ালি কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে আছেন। ইতালির ঘরোয়া ফুটবলে ক্লোজেকে এ বার লাজিও বাইশটার বেশি ম্যাচ না খেলালেও তার মধ্যেই ‘সেরি এ’-তে তিনি সাত গোল করে জাতীয় কোচ লো-র নজর কাড়েন। “সম্প্রতি ও একটু চোট লাগিয়ে বসেছিল। কিন্তু এই মুহূর্তে আমি নিশ্চিত, বিশ্বকাপে ও জার্মান দলের সাহায্যে আসবে,” বলেছেন লো। ব্রাজিলে ক্লোজেকে জার্মানির সাদা-লাল জার্সিতে দেখতে পাওয়ার আরও সম্ভাবনা এই কারণে যে, নিখাদ স্ট্রাইকার হিসাবে তিনি ছাড়া ৩০ জনের দলে আর আছেন শুধু হফেনহেইমের কেভিন ভোল্যান্ড। আসলে ওজিল-গোটজে-রয়েস-ক্রুজ-সোয়াইনস্টাইগার-শুর্লে-খেদিরা-মুলার সমৃদ্ধ মিডফিল্ডই জার্মানির আসল শক্তি। শেষ কথা। ৩০ জনের দলে ১৫ জনই মিডফিল্ডার। ১৩ মে পোল্যান্ডের সঙ্গে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জার্মানি। যার পরেই চূড়ান্ত তেইশ বাছবেন লো।

লো-র তিরিশ জনের দলে ইংলিশ প্রিমিয়ার লিগে সম্প্রতি ভাল পারফর্ম করা (এই মুহূর্তে চার নম্বরে আছে) আর্সেনাল দলের ত্রিমূর্তি লুকাস পোডলস্কি, মেসুট ওজিল আর পের মার্টেস্যাকারের সুযোগ পাওয়াটাও বিশেষজ্ঞরা তাৎপর্যপূর্ণ মনে করছেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার স্যামি খেদিরা গত নভেম্বরে হাঁটুর অস্ত্রোপচারের পর গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল দলে ফিরেছিলেন। লো-র দলে তিনিও আছেন। আছেন সাম্পদোরিয়ার ২২ বছরের তরুণ ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি, যিনি এভার্টনে তিন বছর থাকার সময় মাত্র একটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন। আবার ফিওরেন্তিনা-র অভিজ্ঞ স্ট্রাইকার মারিও গোমেজের ঠাই হয়নি এ বার জার্মানির বিশ্বকাপ দলে। আর বুন্দেশলিগা চ্যাম্পিয়ন, তবে সম্প্রতি রিয়ালের কাছে দু’পর্বে ০-৫ হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া বায়ার্ন মিউনিখের মোট সাত জন ফুটবলার আছেন লো-র বিশ্বকাপ দলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE