শেষ পর্যন্ত জামিন পেলেন বিরাট কোহলির পাকিস্তানি ভক্ত উমর দ্রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনিদের ম্যাচ জয়ের আনন্দে যিনি ২৫ জানুয়ারি বাড়ির ছাদে ভারতের পতাকা তুলে গ্রেফতার হয়েছিলেন। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে তাঁর বাড়ি। ২৫ জানুয়ারি তিনি গ্রেফতার হন। শুক্রবার পাকিস্তানের পঞ্জাবের অন্তর্গত ওকারা জেলা আদালতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে। উমরের আইনজীবী বলেছেন, বিশ্বকাপের সময় অনেকেই ব্রাজিল, আর্জেন্তিনার পতাকা তোলেন। তাতে তো কোনও সমস্যা হয় না। সে রকমই কোহলির সমর্থনে উমর ভারতের পতাকা তুলেছিলেন।