Advertisement
১৮ মে ২০২৪

গোপন সম্পর্কের কথা ফাঁস করার হুমকি মর্গ্যানকে

দাবি বিরাট অর্থের। না দিলেই পাঁচ বছর আগে এক মহিলার সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করে দেওয়া নিয়ে হুমকি। এমনটাই ঘটল ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে অস্ট্রেলীয় ওই মহিলার সঙ্গে খুব বেশি দিনের সম্পর্ক ছিল না মর্গ্যানের। তবু সেই ঘটনার কথা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সেই ব্যক্তি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ০৩:৫২
Share: Save:

দাবি বিরাট অর্থের। না দিলেই পাঁচ বছর আগে এক মহিলার সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করে দেওয়া নিয়ে হুমকি। এমনটাই ঘটল ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে অস্ট্রেলীয় ওই মহিলার সঙ্গে খুব বেশি দিনের সম্পর্ক ছিল না মর্গ্যানের। তবু সেই ঘটনার কথা অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সেই ব্যক্তি।

বিষয়টি নজরে পড়তেই অস্ট্রেলীয় পুলিশকে জানানো হয়। তদন্তে নেমে পুলিশ সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কেন তিনি এমন হুমকি দিয়েছেন এবং তিনি এই বিষয়ে কী জানেন সেটা পরিষ্কার হচ্ছিল না। তদন্তের পর ব্যপারটা খোলসা হয়। মনে করা হচ্ছে ঈর্ষা থেকেই এমন কাজ করেছেন তিনি। তবে হঠাৎ বিরাট অর্থ দাবি করে মিডিয়ায় ফাঁস করে দেওয়ার কথা বলে ফেললেও মর্গ্যানকে হুমকি দেওয়ার জন্য পরে তিনি ক্ষমাও চান। মনে করা হচ্ছে ওই মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে হুমকি দেওয়া ব্যক্তির। সেই জন্যই এতদূর এগিয়েছিলেন তিনি। তবে সব সামনে আসার পর এই নিয়ে বেশি জলঘোলা করতে চায়নি ইংল্যান্ড বোর্ড। তারা কোনও অভিযোগও জানায়নি।

ইংল্যান্ড বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন বলেছেন, “ত্রিদেশীয় সিরিজে এখন টিম ব্যস্ত। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই সময় টিমের প্রস্তুতিতে কোনও ভাবে বাধা আসুক সেটা আমরা চাই না। ব্যাপারটা যে ভাল ভাবে মিটে গিয়েছে তাতেই আমি খুশি।” শুক্রবার হোবার্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচও আছে ইংল্যান্ডের। ডিসেম্বরে অ্যালিস্টার কুককে সরিয়ে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পাওয়া মর্গ্যানের উপর থেকে হঠাৎ সমস্যার ছায়া সরে যাওয়ায় খুশি টিম ম্যানেজমেন্টও।

এ দিকে, বিশ্বকাপের দলে না থাকলেও চ্যাম্পিয়ন্স কাউন্টি ম্যাচ আর দুবাইয়ে এমিরেটস টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলে রাখা হল কুককে। এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। তার আগে ম্যাচ প্র্যাকটিস পাওয়ার জন্যই কুককে দলে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০ মার্চ এমসিসি এমিরেটস টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে। তার পর ২২ মার্চ আবুধাবিতে কাউন্টি চ্যাম্পিয়ন ইয়র্কশায়ারের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। যে ম্যাচটি দিয়ে শুরু হয় ঘরোয়া মরসুম।

বৃহস্পতিবার এমসিসির ক্রিকেট কর্তা জন স্টিভেনসন বলে দেন, “কুককে দলে পেয়ে আমরা খুব খুশি।” আমন্ত্রণমূলক এই ম্যাচে কুক ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন মিডলসেক্সে নতুন যোগ দেওয়া নিক কম্পটন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eoin morgan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE