Advertisement
২০ মে ২০২৪

জিতেই মূল পর্বে যেতে চায় বাংলা

এক পয়েন্ট পেলেই লক্ষ্যে পৌছবে বাংলা দল। কিন্তু দুইয়ে দুই করেই সন্তোষ ট্রফির মূলপর্বে যেতে মরিয়া বাংলা। বিহারকে হারিয়ে আজ বাংলার সামনে ঝড়খণ্ড। ড্র করলেই মূলপর্বে যাবে বাংলা। কিন্তু গত ম্যাচ জেতার মতোই পূর্বাঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচেও তিন পয়েন্ট চান বাংলা কোচ শিশির ঘোষ। জামশেদপুর থেকে ফোনে শিশির বলেন, “কেউ মাঠে ড্র করতে নামেনা। তিন পয়েন্ট জেতার মতো ক্ষমতা আছে আমাদের। সেটাই করব।”

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৫ ০২:৪৯
Share: Save:

এক পয়েন্ট পেলেই লক্ষ্যে পৌছবে বাংলা দল। কিন্তু দুইয়ে দুই করেই সন্তোষ ট্রফির মূলপর্বে যেতে মরিয়া বাংলা।

বিহারকে হারিয়ে আজ বাংলার সামনে ঝড়খণ্ড। ড্র করলেই মূলপর্বে যাবে বাংলা। কিন্তু গত ম্যাচ জেতার মতোই পূর্বাঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচেও তিন পয়েন্ট চান বাংলা কোচ শিশির ঘোষ। জামশেদপুর থেকে ফোনে শিশির বলেন, “কেউ মাঠে ড্র করতে নামেনা। তিন পয়েন্ট জেতার মতো ক্ষমতা আছে আমাদের। সেটাই করব।”

এ দিন জামশেদপুরে সকালে অনুশীলন করে বাংলা দল। বিহার ম্যাচের মতোই আবার ৪-৪-২ ছকেই মাঠে নামতে পারে বাংলা। ডিফেন্সে সৈকত সাহা রায়, বাবু মণ্ডল, প্রসেনজিত্‌ পাল, সুখদেব মূুর্মু। মাঝমাঠে সুরাবুদ্দিন মল্লিক, সৈকত পাত্র, ফুলচাঁদ হেমব্রম ও ইমরান খান। ফরোয়ার্ডে নীলকান্ত পারিয়া ও রাজা দাস। শিশির বলেন, “বিহারের থেকে ভাল দল ঝড়খণ্ড। ওদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ২-১ জিতলেও কোনও অসুবিধা নেই।” বাংলার শেষ ম্যাচের আগে নিজের অভিজ্ঞতার সম্বন্ধে বলেই দলকে তাতাচ্ছেন শিশির। “আমি অনেক সন্তোষ ট্রফির ম্যাচে খেলেছি। ছেলেদের বলছি সে সব ঘটনার কথা। আশা করছি এ বার আমরা ভাল পারফরম্যান্স দেব।”

জিতল রঘুর দল: সন্তোষে বড় জয় পেল অসম। এ দিন উত্তর-পূর্ব যোগ্যতা অর্জন গ্রুপের ম্যাচে অরুণাচল প্রদেশকে ৪-০ হারাল রঘু নন্দীর দল।

ম্যাচে হ্যাটট্রিক করেন সুরজ মণ্ডল। গোলের তালিকায় ছিলেন মিন্টু বোরোও। মোরিগাও থেকে ফোনে রঘু বলেন, “খুব ভাল খেলেছে দল। গোল পার্থক্য বাড়িয়ে রাখায় সব সময় সুবিধা হয়। আমাদের গ্রুপে চারটে দল আছে। উঠবে মাত্র একটা দল। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ জেতা।”অসমের পরের ম্যাচ নাগাল্যান্ডের বিরুদ্ধে। রঘু বলেন, “আজকের মতো খেললে নাগাল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ranji trophy bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE