Advertisement
১৬ এপ্রিল ২০২৪

টিটি-কাণ্ডে অভিযোগ করায় রোষের আশঙ্কা

টেবল টেনিস খেলোয়াড়দের ‘বার্থ সার্টিফিকেট’ জাল করা নিয়ে সিবিআই-এর কাছে অভিযোগ করে বিরোধী গোষ্ঠীর রোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন শিলিগুড়ির বাসিন্দা জিতেন জানা। বৃহস্পতিবার সে ব্যাপারে নিজের আশঙ্কার কথা জানিয়ে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ০৩:৩৪
Share: Save:

টেবল টেনিস খেলোয়াড়দের ‘বার্থ সার্টিফিকেট’ জাল করা নিয়ে সিবিআই-এর কাছে অভিযোগ করে বিরোধী গোষ্ঠীর রোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন শিলিগুড়ির বাসিন্দা জিতেন জানা। বৃহস্পতিবার সে ব্যাপারে নিজের আশঙ্কার কথা জানিয়ে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। জিতেনবাবুর আশঙ্কা, তাঁর অভিযোগের জেরে ফেডারেশনের তরফে খেলোয়াড়দের বয়সের শংসাপত্র রাজ্যের দুটি টেবল টেনিস সংস্থার কাছে চেয়ে পাঠানো হয়েছে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের নাম করে জন্মের শংসপত্র নিয়ে প্রশ্ন ওঠায় নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের তরফে গাঁধী ধামে মধ্যাঞ্চল জোনাল প্রতিযোগিতা থেকে খেলোয়াড়দের একাংশের নাম প্রত্যাহার করা হয়েছে। তাঁরা শিলিগুড়ি ফিরে আসছেন। তাতে অভিভাবকদের অনেকের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে। জিতেনবাবুর ধারণা এবং তার ঘনিষ্ঠদের পরামর্শ সেই ক্ষোভের আঁচ তাঁর বা পরিবারের উপর পড়তে পারে। তাঁর বাড়িতে হামলা হতে পারে। সে জন্য তিনি বিষয়টি পুলিশকে আগাম জানিয়ে নিরাপত্তা চেয়েছেন। শিলিগুড়ি পুলিশের ডিসি অংমু গ্যামসো পাল বলেন, “জিতেনবাবু কী নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তা দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জিতেনবাবু বলেন, “অভিযোগের জেরে অনেক খেলায়ড়কে জোনাল খেলতে পাঠিয়েও তাদের নাম প্রত্যাহার করা হয়েছে। অনেকের মধ্যেই তাতে ক্ষোভ দেখা দিয়েছে। বাড়িতে বা আমার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছি। পুলিশকে তা জানিয়েছি।” নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত রায় মনে করেন, জিতেনবাবু পুলিশের কাছে যেতেই পারেন। খেলোয়াড়দের একাংশ খেলতে পারেননি। তা নিয়ে ক্ষোভ থাকতেই পারে। সে কথা মাথায় রেখে তিনি পুলিশে জানিয়েছেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। শিলিগুড়ি টেবল টেনিস অ্যাকাডেমির কর্ণধার অমিত দাম জিতেনবাবুর অভিযোগকে সমর্থন করেন। অমিতবাবু বলেন, “হামলার আশঙ্কা করে থাকলে অভিযোগ তো জানানোই উচিত। অভিযোগ ঘিরে হইচই হওয়ায় অপ্রীতিকর কিছু ঘটতেই পারে।”

সার্টিফিকেট জাল করা নিয়ে অভিযোগ পেয়ে সিবিআই তদন্ত শুরু করেছে। নড়েচড়ে বসেছেন ফেডারেশনের কর্মকর্তারাও। আগামী ২৭ অক্টোবর ফেডারেশনের তরফে এ ব্যাপারে জরুরি বৈঠক ডাকা হয়েছে। রাজ্য সংস্থাগুলির কাছে তারা নথি চেয়ে পাঠিয়েছে। কোনও খেলোয়াড়ের ক্ষেত্রে অভিযোগের সত্যতা মিললে ব্যাবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা।

এই অবস্থায় যাঁরা বয়স ভাঁড়ানোর অভিযোগ নিয়ে তদন্তের দাবিতে নানা এলাকায় ছোটাছুটি করছেন, তাঁদের স্বজনদের ‘রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। নর্থ বেঙ্গল টেবল টেনিস অ্যাসোসিয়েশনের অভিযোগ, যাঁরা নানা অভিযোগ নিয়ে হইচই করছেন, তাঁরা ধোয়া তুলসিপাতা নন। ওই সংগঠনের সচিব সুব্রত রায় বলেন, “যাঁরা অভিযোগ করছেন, তাঁদের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। কারণ, এমন অনেকেই রয়েছেন, যাঁরা নিজেদের কাউকে খেলাতে জাল সার্টিফিকেট দিয়েছেন। আমরা তা বাতিল করেছি।”

তবে সুব্রতবাবু স্বীকার করেন, আগে নিয়মের কড়াকড়ি না থাকায় জন্মের যে কোনও শংসাপত্র নেওয়া হতো। সেই ফাঁক গলে অনেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিতেন। এ বছর এপ্রিল মাসে ফেডারেশন নতুন নিয়ম করেছে। সেই মতো সন্তানের জন্ম দেওয়ার পর সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র থেকে মায়েদের ডিসচার্জ সার্টিফিকেট এবং অন্যান্য নথি জমা করতে বলা হয়েছে। তা না দিতে পারায় অন্তত ১৫ জনের আগের শংসাপত্র বাতিল হয়েছে। তারা নিয়ম মেনে নথি জমা করলে তবেই গ্রহণ করা হয়েছে। ফেডারেশনকে তা পাঠানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri table tennis fake birth certificate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE