এক্সপ্রেস ট্রেনের মধ্যে যাত্রীদের সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হল ট্রেনের দু’টি কামরার সংযোগস্থল! দু’পক্ষের লড়াইয়ে চড়-লাথি-ঘুষি পড়ল অন্য যাত্রীদের উপরেও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ উত্তরপ্রদেশের অমেঠিতে বেনারস-লখনউ ইন্টারসিটি এক্সপ্রেসে ওঠা নিয়ে কয়েক জন যাত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হলেও, পরে তা হিংসার চেহারা নেয়। একে অপরকে মারধর শুরু করেন তাঁরা। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
১৯ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি এক্সপ্রেস ট্রেনের দু’টি কামরার সংযোগস্থলে দাঁড়িয়ে একে অপরকে চড়-লাথি-ঘুষি মারছেন কয়েক জন যুবক। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। মাঝেমধ্যে ওই যুবকদের লাথি-ঘুষি এসে পড়ছে অন্য সাধারণ যাত্রীদের গায়েও। আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। এর মধ্যেই এক মহিলা যাত্রীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘আরে আরে হচ্ছেটা কী! আমাদের মারধর কেন করছ?’’
আরও পড়ুন:
অমেঠি স্টেশনের জিআরপি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ফরিদ খান জানিয়েছেন, ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরে বিষয়টি প্রকাশ্যে এসেছে। অভিযুক্তদের মধ্যে কয়েক জনকে শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
ট্রেনের মধ্যে মারামারির ভিডিয়োটি পোস্ট করা হয়েছে পীযূশ রাই নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কর্তৃপক্ষকে এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এদের জন্য অন্য যাত্রীরাও সুরক্ষিত নন।’’