লিঙ্গসাম্য, কর্মজীবনের সমতা এবং আধুনিক বিবাহিত জীবন কেমন হওয়া উচিত তা নিয়ে নিরন্তর আলোচনা-তর্ক চলতেই থাকে। তবে সেই আবহেই এক জন পুলিশকর্মীর যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তা নিয়ে হইচই পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাজ থেকে ফিরে পোশাক না পাল্টেই কী ভাবে স্ত্রীকে সংসারের কাজে সাহায্য করছেন এক পুলিশকর্মী। ঝাঁটা হাতে ঘর পরিষ্কার করতে শুরু করেছেন। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাজ থেকে বাড়ি ফিরে সংসারের কাজে লেগেছেন এক যুবক। তাঁর পরনে পুলিশের পোশাক। ঝাঁটা হাতে নিয়ে বাড়ি ঝাঁট দিচ্ছেন তিনি। আর তাঁর স্ত্রী তাঁকে ক্যামেরাবন্দি করছেন। এর পর বিদ্রুপাত্মক ভঙ্গিতে ওই যুবক বলেন, ‘‘অফিস থেকে ফিরে আসার পর আমাকে এই সব করতে হয়। বাসন ধোয়া, ঝাঁট দেওয়া—এখন এটাই আমার কাজ।’’ সে কথা বলার পর নিজে নিজেই হেসে ওঠেন তিনি। পুলিশের পোশাকে থাকা যুবকের কথা শুনে, স্ত্রী এসে তাঁর গাল টিপে দেন। তিনিও হাসিতে ফেটে পড়েন। রসিকতা করে স্ত্রী বলেন, ‘‘আমার বেচারা বর আর কী-ই বা করবে, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন তো করতেই হবে।’’ এর পর ঝাঁটা নিয়ে বাড়ির বাইরে রেখে আসতে দেখা যায় ওই যুবককে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জেন_জ়ি_রেভোলিউশন’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। পোস্টে লেখা, ‘‘স্বামী অর্ধেক দায়িত্ব নিলেই বিয়ে কোরো।’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই পুলিশকর্মী ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মিষ্টি স্বামী।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ রকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।’’