ব্যস্ত রাস্তার ধারে পুলিশের স্টিকার লাগানো স্কুটিতে বসে মদ্যপান করছেন তরুণী। টলে পড়েও যাচ্ছেন। তেমনই একটি চাঞ্চল্যকর ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে সমাজমাধ্যমে। দাবি, ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউ শহরের। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে ব্যস্ত রাস্তা দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে। সেই রাস্তারই ধারে দাঁড় করানো রয়েছে একটি স্কুটি। স্কুটিতে ‘পুলিশ’ লেখা। গাড়িটির উপরে বসে রয়েছেন এক তরুণী। তাঁর হাতে মদের বোতল। সেই বোতল থেকে প্রকাশ্যেই মদ খাচ্ছেন তিনি। টলে পড়েও যাচ্ছেন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অক্সোমিয়া জিয়োরি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ওই পোস্টে লেখা, ‘‘প্রিয় লখনউ পুলিশ, দয়া করে দেখুন তরুণী আপনাদের কর্মী কি না। কারণ স্কুটিটিতে পুলিশ লেখা আছে। তিনি স্পষ্টতই ক্লান্ত। ওঁর দীর্ঘ ছুটির প্রয়োজন।’’ ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখার পর ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ওই তরুণী পুলিশে কর্মরত কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মনে হয় তরুণী পুলিশে কর্মরত নন। তবে পরিবারের কোনও সদস্য পুলিশ হতে পারেন। আজকাল একটি প্রবণতা তৈরি রয়েছে। যদি বাড়ির কেউ পুলিশ হন, তা হলে সারা পরিবার গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঘোরে।’’ ভাইরাল পোস্টে সরাসরি ট্যাগ করা হলেও, লখনউ পুলিশ ভিডিয়োটি সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।