ভালবাসার মানুষ অন্য কারও সঙ্গে ঘর বেঁধেছেন। এমনটা দেখা সত্যিই কষ্টের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কয়েক দশক পর সেই একই কষ্ট ভোগ করলেন এক মহিলা। প্রাক্তন স্বামীকে অন্যের সঙ্গে ঘর করতে দেখে কান্নায় ভাসলেন বৃদ্ধা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক বৃদ্ধের কান টেনে ধরে, তাঁর গালে চিমটি কেটে তিরস্কার করছেন এক বৃদ্ধা। আবার কখনও স্নেহভরে জড়িয়ে ধরছেন। কেঁদেও চলেছেন একনাগাড়ে। ওই বৃদ্ধ এবং বৃদ্ধাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে রয়েছেন। ভিডিয়োয় দাবি, ওই বৃদ্ধ এবং বৃদ্ধা সম্পর্কে স্বামী-স্ত্রী। ৫৪ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। জীবনের গতিপথ তাঁদের আলাদা আলাদা দিকে নিয়ে যায়। স্বামীর প্রতীক্ষায় মহিলা আর বিয়ে করেননি। অন্য দিকে, তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী, সন্তান এবং নাতি-নাতনিদের নিয়ে তাঁর এখন ভরা সংসার। সম্প্রতি প্রথম স্ত্রীর মুখোমুখি হন তিনি। স্বামীকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন বৃদ্ধা। কাঁদতে শুরু করেন। কিন্তু স্বামী দ্বিতীয় সংসার পেতেছেন দেখে মন ভেঙে যায় তাঁর। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টুডে ইন হিস্ট্রি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার বৃদ্ধার দুর্দশা দেখে দুঃখপ্রকাশও করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘হৃদয়বিদারক! প্রেম সত্যিই অসাধারণ।’’