চুপি চুপি দ্বিতীয় বিয়ের আবেদন করতে গিয়েছিলেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেলেন প্রাক্তন স্ত্রী এবং সন্তানেরা। অচিরেই রণক্ষেত্রে পরিণত হল জেলাশাসকের দফতর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেহোরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
জানা গিয়েছে, সেহোরের কনৌজ মির্জির বাসিন্দা সঞ্জু সিংহ নামে এক যুবক দ্বিতীয় বিয়ের অনুমোদনের জন্য এডিএম আদালতে আবেদন জমা দিতে গিয়েছিলেন। খবর পেয়ে সন্তানদের নিয়ে সেখানে পৌঁছে যান তাঁর প্রাক্তন স্ত্রী। তিনি এডিএম আদালতের বাইরে এই বিয়ে নিয়ে আপত্তি জানান। এই নিয়ে যুবক এবং তাঁর পরিবারের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হয় প্রাক্তন স্ত্রী এবং পরিবারের। শীঘ্রই সেই ঝামেলা মারামারির রূপ নেয়। উভয় পক্ষই একে অপরকে আক্রমণ করতে শুরু করে। চলতে থাকে কিল-চড়-ঘুষি। আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সঞ্জুর প্রাক্তন স্ত্রী এবং সন্তানদের বিরুদ্ধে তাঁকে এবং তাঁর হবু স্ত্রীকে মারধরের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে বলে খবর।
আরও পড়ুন:
ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘ফ্রি প্রেস জার্নাল’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে।