Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তিন বা চার বিদেশি নিয়েই শিল্ডে নামতে চায় মোহনবাগান

টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার জন্য এএফসি-র লাইসেন্স এ বার বাধ্যতামূলক। কোচিং করানোর জন্য প্রয়োজনীয় কাগজ হাতে পাননি এখনও। কিন্তু এ ব্যাপারটি নিয়ে কোনও সমস্যা হবে না ধরে নিয়েই সোমবার ক্লাবের বোর্ড মিটিংয়ে সামনের মরসুমের টিম তৈরির পরিকল্পনা জানিয়ে দিলেন বাগান টিডি সুভাষ ভৌমিক। পেশাদার ভাবনার প্রতিফলন ঘটিয়ে প্রাক মরসুম প্রস্তুতি থেকে আবাসিক শিবির নিয়ে নিজের ভাবনা কোম্পানির কর্তাদের জানিয়ে দিলেন তিন বারের আই লিগ জয়ী কোচ।

বাগান-তাঁবুতে পা। নতুন চ্যালেঞ্জ নেওয়া সুভাষ ভৌমিক। সোমবার। ছবি: উৎপল সরকার

বাগান-তাঁবুতে পা। নতুন চ্যালেঞ্জ নেওয়া সুভাষ ভৌমিক। সোমবার। ছবি: উৎপল সরকার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৪ ০৩:০৭
Share: Save:

টেকনিক্যাল ডিরেক্টর হওয়ার জন্য এএফসি-র লাইসেন্স এ বার বাধ্যতামূলক। কোচিং করানোর জন্য প্রয়োজনীয় কাগজ হাতে পাননি এখনও। কিন্তু এ ব্যাপারটি নিয়ে কোনও সমস্যা হবে না ধরে নিয়েই সোমবার ক্লাবের বোর্ড মিটিংয়ে সামনের মরসুমের টিম তৈরির পরিকল্পনা জানিয়ে দিলেন বাগান টিডি সুভাষ ভৌমিক।

পেশাদার ভাবনার প্রতিফলন ঘটিয়ে প্রাক মরসুম প্রস্তুতি থেকে আবাসিক শিবির নিয়ে নিজের ভাবনা কোম্পানির কর্তাদের জানিয়ে দিলেন তিন বারের আই লিগ জয়ী কোচ। এত দিন ইউ বি অফিসে বৈঠক হলেও এ বার তা হল ক্লাব তাঁবুতে। তবে এএফসি-র লাইসেন্স নিয়ে জানতে চাওয়া হলে হালকা মেজাজে তাঁকে বলতে শোনা গেল, “এএফসি-র কী নিয়ম তাই ঠিক করে জানি না। আমি এ সব নিয়ে ভাবছিও না।”

৯ জুন থেকে বাগানের অনুশীলন শুরু হচ্ছে। শোনা যাচ্ছে তার আগেই সুভাষের জন্য প্রয়োজনীয় কোচিংয়ের ছাড়পত্র এসে যাবে। সবুজ-মেরুনের সহ-সচিব সৃঞ্জয় বসু অন্তত সে রকমই মনে করছেন। বলে দিলেন, “মোহনবাগানের অনুশীলন শুরু হতে এখনও অনেক দিন বাকি। তার আগেই এএফসি কাগজ এসে যাবে।”

নতুন মরসুমে মোহনবাগানের বাজেট বাড়ছে না। গত বারের মতো স্পনসর ইউবি এ বারও আট কোটি টাকাই বরাদ্দ করেছে সুভাষের টিমের জন্য। ব্যক্তিগত উদ্যোগে আরও কিছু টাকা প্রতিবারই তোলে ক্লাব। এ বারও সেটা হবে। বিদেশি এবং আইকন ফুটবলার নিয়েও এ দিন দীর্ঘ আলোচনা হয়। ইস্টবেঙ্গল দু’জন বিদেশি নিয়েই আইএফএ শিল্ড খেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বাগান কর্তারা অবশ্য ঠিক করেছেন, তিন বা চার বিদেশি নিয়েই মাঠে নামবেন। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “গতবার আমাদের নিয়ম ছিল চার বিদেশি সই করিয়ে তিন জন খেলানো যাবে। এ বার চার জনকেই খেলার অনুমতি দেওয়া হতে পারে। ফেডারেশনের সঙ্গে এ ব্যাপারে কথা বলব।”

মোহনবাগানের সঙ্গে কাতসুমির চুক্তি রয়েছে। লেবাননের স্ট্রাইকার আক্রমের সঙ্গে কথাবার্তা প্রায় শেষ বাগানের। কিন্তু সমস্যা হচ্ছে আইকন ফুটবলার বাছতে গিয়ে। সে জন্যই বেশ কয়েক জন ফুটবলারের জীবনপঞ্জী নিয়ে টিডির সঙ্গে আলোচনা চালাচ্ছেন কর্তারা। তাদের মধ্যে দু’তিনজনকে ট্রায়ালে ডাকা হবে। সুভাষ অবশ্য বললেন, “আমরা এখন দেশি ফুটবলারদের নিয়েই ভাবছি। বিদেশিদের কথা পরে ভাবব।”

আইএসএলের জন্য ফুটবলার ছাড়া নিয়ে ইস্টবেঙ্গল কোচ আর্মান্দো কোলাসো তীব্র আপত্তি তুলেছেন। তবে মোহনবাগানের তরফ থেকে এ দিন পরিষ্কার জানিয়ে দেওয়া হল, কোনও ক্লাব চাইলে আইএসএলে ফুটবলার ছাড়া হবে।

বাগান সহ-সচিব বললেন, “আইএসএলের জন্য ফুটবলার ছাড়তে কোনও সমস্যা নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mohanbagan coaching
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE