Advertisement
E-Paper

দল কিনব শুনে বাবা বলে উঠল কবাডি-কবাডি-কবাডি

প্রায় ঘণ্টা খানেক পরে এলেন। নয়াদিল্লির অভিজাত পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক। প্রো-কবাডি লিগের নতুন মরসুমের। কিন্তু বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরও যার উত্তাপটা ঠিক তৈরি হচ্ছিল না। এখানকার চার ডিগ্রি ঠান্ডার মতো মনে হচ্ছিল হোটেলের বিরাট হলঘরটা। হঠাত্‌ উত্তাপটা তৈরি হল তিনি পৌঁছনোর পরই।

শমীক সরকার

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০৩:৩৫
কবাডি-ভাংড়া ককটেল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

কবাডি-ভাংড়া ককটেল। বৃহস্পতিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই

প্রায় ঘণ্টা খানেক পরে এলেন।

নয়াদিল্লির অভিজাত পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক। প্রো-কবাডি লিগের নতুন মরসুমের। কিন্তু বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরও যার উত্তাপটা ঠিক তৈরি হচ্ছিল না। এখানকার চার ডিগ্রি ঠান্ডার মতো মনে হচ্ছিল হোটেলের বিরাট হলঘরটা। হঠাত্‌ উত্তাপটা তৈরি হল তিনি পৌঁছনোর পরই। যাঁর টিম মাস খানেক আগেই আইএসএল টু-র চ্যাম্পিয়নের নতুন তাজ পেয়েছে। বলিউডে তাঁর মতো সফল ফ্র্যাঞ্চাইজি মালিক বিরল।

তিনি--অভিষেক বচ্চন।

অথচ অনেকেরই হয়তো মনে নেই চেন্নাইয়ান এফসি-র আগে তিনি কবাডির টিম কিনেছেন। জয়পুর পিংক প্যান্থার্স। যাঁরা প্রো-কাবাডি লিগের প্রথম মরসুমের চ্যাম্পিয়নও। গত বার অবশ্য চ্যাম্পিয়নের মুকুটটা ছিনিয়ে নিয়েছিল ইউ মুম্বা। জুনিয়র বচ্চনের শহরের টিম। তবু ‘জোশ’-এ এক ফোঁটাও কমতি নেই তাঁর। বরং টগবগ করে ফুটছেন। যত বারই তাঁর দলের কথা উঠছে, কবাডির প্রসঙ্গ উঠছে, তাঁর চোখ যেন জ্বলছে।

কতটা জড়িয়ে তিনি কবাডির সঙ্গে? একটা গল্প বলছিলেন অভিষেক। ছ’মাস প্রচণ্ড খাটা-খাটনির পর জয়পুর দলটাকে তৈরি করেছেন। একেবারে নিজের সন্তানের মতো মায়ায়। স্নেহে। প্রো-কবাডি লিগ ওয়ানের প্রথম ম্যাচে তাঁর দলের মুখোমুখি ইউ মুম্বা। দর্শকাসনে স্বয়ং বিগ বি, অমিতাভ বচ্চন। সচিন তেন্ডুলকর। তাঁর বলিউডি বন্ধুদেরও বেশ ক’য়েকজন আছেন। আছেন তাঁর স্ত্রী ঐশ্বর্যাও। কিন্তু আশার ফানুস ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গেল চুপসে। ইউ মুম্বা অনেকটা পিছিয়ে দিল অভিষেকের দলকে। বিরতিতে অভিষেক টিমের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন কি হল? এত পরিশ্রম করে এই ফল? তাঁর দলের ক্যাপ্টেনের জবাব, “স্যার অমিতাভজি আজ আমাদের খেলা দেখছেন। পাশে সচিনও। আবার ভাবিজি (ঐশ্বর্যা) আছেন। ভাবতেই পারছি না।” অভিষেক বুঝলেন তাঁর টিমের ফোকাসটা কোথায় নড়ে গিয়েছে। পরের ইতিহাসটা সংক্ষিপ্ত। টিমের সঙ্গে তাঁর পর রীতিমতো নিজে শেখানোর কাজটা শুরু করে দেন ফ্র্যাঞ্চাইজি মালিক। কী ভাবে ক্যামেরা, তারকা, মিডিয়ার সামনে স্বাভাবিক থাকতে হয়।

বলিউডি গ্ল্যামার প্রো-কবাডির অন্যতম আলো। বিশেষ করে বিগ বি প্রো-কবাডির ‘লে পাঙ্গা’ নেওয়ার পর যার উজ্জ্বলতা আরও বেড়েছে। কিন্তু প্রথম থেকেই কি সিনিয়র বচ্চন এতটাই আগ্রহ দেখিয়েছিলেন? অভিষেক বললেন, “আরে পা-র কাছেই তো কবাডি শিখেছি আমি। ‘গঙ্গা কী সওগন্ধ’ সিনেমায় বাবাকে অভিনয় করতে গিয়ে কবাডি খেলতে হয়েছিল। একদিন পা-কে জিজ্ঞেস করলাম খেলাটা কী? আমায় শেখাবে? বাবাই বাগানে আমায় কবাডি শিখিয়েছিল। সেখান থেকেই খেলাটা আমার ভাল লেগে যায়।” কিন্তু খেলা শেখানো আর আস্ত একটা ফ্র্যাঞ্চাইজি কিনে ফেলা তো এক নয়। ছেলের কবাডি দল কেনার পরিকল্পনা শুনে বিগ বি-র কী প্রতিক্রিয়া ছিল? অভিষেক বলে দেন, “সব শুনে কিছুক্ষণ চুপ করে ছিল পা। তার পর বলে উঠেছিল, কবাডি..কবাডি..কবাডি।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy