Advertisement
০২ মে ২০২৪

পুণে ম্যাচের আগে মোগার মিশর রহস্য

উগা ওপারার পর এ বার জেমস মোগা। শনিবার পুণে এফসি-র বিরুদ্ধে আই লিগ খেতাবের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের। তার আগে হঠাৎই টিম ম্যানেজমেন্টের কাছে মিশরে চিকিৎসা করানোর জন্য ছুটি চেয়ে বসলেন জেমস মোগা! গত কয়েক সপ্তাহ ধরে লাল-হলুদের এই নির্ভরযোগ্য স্ট্রাইকার ভুগছিলেন কুঁচকির চোটে। চোটের কারণে ইস্টবেঙ্গলের শেষ দু’ম্যাচ মহমেডান স্পোর্টিং এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়া খেলতে পারেননি দক্ষিণ সুদানের স্ট্রাইকার।

মোগাকে নিয়ে হঠাৎ নাটক।

মোগাকে নিয়ে হঠাৎ নাটক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৪ ০২:৪৭
Share: Save:

উগা ওপারার পর এ বার জেমস মোগা। শনিবার পুণে এফসি-র বিরুদ্ধে আই লিগ খেতাবের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের। তার আগে হঠাৎই টিম ম্যানেজমেন্টের কাছে মিশরে চিকিৎসা করানোর জন্য ছুটি চেয়ে বসলেন জেমস মোগা!

গত কয়েক সপ্তাহ ধরে লাল-হলুদের এই নির্ভরযোগ্য স্ট্রাইকার ভুগছিলেন কুঁচকির চোটে। চোটের কারণে ইস্টবেঙ্গলের শেষ দু’ম্যাচ মহমেডান স্পোর্টিং এবং স্পোর্টিং ক্লুব দ্য গোয়া খেলতে পারেননি দক্ষিণ সুদানের স্ট্রাইকার। ক্লাবের চিকিৎসক সহ-সচিব ডা. শান্তিরঞ্জন দাশগুপ্ত এ দিন বললেন, “মোগার কুঁচকিতে চোট লেগেছিল। তা সেরেও যায় ওষুধ এবং বিশ্রামে। কুঁচকিতে জমে ওঠা রক্ত বের করেও দিয়েছি।”

ইস্টবেঙ্গল টিম সূত্রে খবর, মঙ্গলবার সকালে মাঠে এলেও অনুশীলন করেননি মোগা। সেখানেই তিনি কোচকে অনুরোধ করেন, মিশরে গিয়ে তিন-চার দিনের জন্য চিকিৎসা করিয়ে আসার ব্যাপারে। পরে বিকেলে ক্লাবে এসে লাল-হলুদের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে দেখা করে ফের একই অনুরোধ করেন মোগা। তাঁর চোটের ব্যাপারে জানতে চাওয়া হলে ফুটবলারটি বললেন, “এ ব্যাপারে কোচ এবং ক্লাব অফিসিয়াল ছাড়া মিডিয়ার সঙ্গে কথা বলব না।”

এর আগে আই লিগে ফিরতি পর্বের বড় ম্যাচের আগে ক্লাব কর্তাদের জানিয়ে টোটকা চিকিৎসার জন্য দেশে গিয়েছিলেন লাল-হলুদের আর এক বিদেশি স্টপার উগা ওপারা। যা কোচ আর্মান্দো কোলাসো পরে জানতে পারায় বিতর্কের সূত্রপাত হয়েছিল। এ বার মোগার চিকিৎসা করানোর জন্য মিশরে যাওয়ার আবেদন শুনেই বল কোচের কোর্টে পাঠিয়েছেন ক্লাব কর্তারা। দেবব্রতবাবু বললেন, “মোগাকে বলা হয়েছে কোচের কাছে আবেদন করতে। তার পর কোচ যা সিদ্ধান্ত নেবেন তা জেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব।”

আই লিগে এই মুহূর্তে ২০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩৪। শীর্ষে থাকা বেঙ্গালুরুর চেয়ে দু’ম্যাচ কম খেলে সাত পয়েন্ট পিছনে। বেঙ্গালুরুর ২২ ম্যাচে ৪১ পয়েন্ট। আর্মান্দোর দল বাকি চার ম্যাচই জেতে এবং বেঙ্গালুরু যদি শেষ দু’ম্যাচে ডেম্পো বা স্পোটির্ং ক্লুবের কাছে কোনও পয়েন্ট খোয়ায়, তা হলে আই লিগ কলকাতায় আসতে পারে। সেখানে এ রকম গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে হঠাৎ মোগার চোট সারানোর কারণ দেখিয়ে মিশর যাওয়ার আবেদনে কার্যত ক্ষুব্ধ লাল-হলুদ শিবির।

এ দিকে, মরসুম শেষ হওয়ার আগেই পরের মরসুমের জন্য টাটা ফুটবল অ্যাকাডেমির তিন ফুটবলারকে নিঃশব্দে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। এঁরা হলেন স্টপার দীপক কিস্কু, মিডফিল্ডার মানস সরকার এবং স্ট্রাইকার বৈদ্যনাথ দাস। আগামী মরসুম থেকে সম্ভাবনাময় পনেরো-কুড়ি জনের একটা যুব দল তৈরির পরিকল্পনাও নিয়েছে লাল-হলুদ। যাঁরা সেতুবন্ধন করবেন ক্লাবের সিনিয়র টিম এবং অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে। যাঁদের প্রয়োজনে সিনিয়র টিমে ডাকা হবে। এ বারের অনূর্ধ্ব-১৯ দল থেকেও চার-পাঁচ জন ফুটবলারকে মূল দলে নেওয়ার কথা প্রায় পাকা। যে তালিকায় রয়েছেন জিতেন মুর্মু, ওয়াসিমের মতো প্রতিশ্রুতিমানরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

moga pune
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE