দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে উঠেও খুশি হতে পারছেন না বিরাট কোহলি। মোহালি-নাগপুরের পিচ নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের কিছু সমালোচনা এখনও তিনি ভুলতে পারছেন না। বিশেষ করে সেই সব ক্রিকেটারদের যাঁরা কখনও দেশের হয়ে না খেললেও আন্তজার্তিক ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করতে ছাড়েন না।
বিসিসিআই টিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘‘ক্রিকেটাররাই যখন এই সব কথা বলে তখন আঘাতটা বেশি লাগে। আমি বলছি না সবাই এ সব কথা বলেন। কেউ কেউ আমাদের মানসিক অবস্থাটা বুঝতে পারেন। বিশেষ করে যাঁরা কেরিয়ারে এ রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। কিন্তু কেউ কেউ আছেন যাঁরা শুধু নেতিবাচক দিকটার উপরই নজর দেন। ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই খুবই খারাপ লাগে।’’ উত্তেজিত কোহলি এখানেই থামেননি। বলেছেন, ‘‘একটা কথা আমি পরিষ্কার বলব। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তাঁদের কোনও অধিকার নেই আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে কোনও কথা বলার।’’