Advertisement
০৫ মে ২০২৪

পরের বছর টি-২০ বিশ্বকাপ ভারতে

দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আর তার আগে বিশ্বকাপে বিভিন্ন নিয়ম নিয়ে নানা সিদ্ধান্ত নিল নারায়ণস্বামী শ্রীনিবাসনের নেতৃত্বাধীন আইসিসি বোর্ড। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার-সহ একাধিক নতুন নিয়ম।

সংবাদসংস্থা
দুবাই শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৫ ০৩:৪২
Share: Save:

দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আর তার আগে বিশ্বকাপে বিভিন্ন নিয়ম নিয়ে নানা সিদ্ধান্ত নিল নারায়ণস্বামী শ্রীনিবাসনের নেতৃত্বাধীন আইসিসি বোর্ড। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার-সহ একাধিক নতুন নিয়ম।

আইসিসি জানিয়েছে, এ বারের বিশ্বকাপ ফাইনাল টাই হয়ে গেলে বিজয়ী নির্ধারিত হবে সুপার ওভারের মাধ্যমে। চার বছর আগে গত বিশ্বকাপেও এই নিয়ম জারি ছিল আইসিসি-র। এ বারও বহাল থাকছে সেই নিয়ম।

শুধু তাই নয়, কম ওভার রেটের জন্য কোনও দ্বিপাক্ষিক সিরিজে জারি হওয়া অধিনায়কের ম্যাচ সাসপেনসন গ্রাহ্য হবে না বিশ্বকাপের ম্যাচে। তবে বিশ্বকাপে যদি কোনও অধিনায়ক কম ওভাররেটের কারণে দোষী সাব্যস্ত হন, তা হলে শাস্তি হবে আইসিসি নিয়ম মেনেই। এ ছাড়াও মাঠে বদরাগী ক্রিকেটারদের সামলাতে আম্পায়ারদেরও কড়া হাতে তা সামলানোর নির্দেশ মিলেছে চলতি সপ্তাহে দুবাইয়ে আয়োজিত আইসিসি-র এই বৈঠক থেকে।

এরই সঙ্গে ‘স্পট ফিক্সিং’ কাণ্ডে দোষী সাব্যস্ত পাক পেসার মহম্মদ আমেরকে ঘরোয়া ক্রিকেটে এখনই প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। চলতি বছরের দোসরা সেপ্টেম্বরে শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আমেরের। পাঁচ বছর আগে পাকিস্তানের ইংল্যান্ড সফরে ‘স্পট ফিক্সিং’-এর কারণে আমেরকে পাঁচ বছর নির্বাসন দিয়েছিল আইসিসি। তারপর থেকে আমেরকে ক্রিকেটের মূলস্রোতে ফেরাতে গত দু’বছর ধরেই আইসিসি-র কাছে আবেদন জারি রেখেছিল পাক ক্রিকেট বোর্ড। শাস্তি কিছুটা শিথিল হওয়ায় তাই স্বভাবতই খুশি আমের। বলছেন, “জীবনের অন্যতম সুখকর সংবাদ। এ বার মাঠে শুধু একজন ভাল ক্রিকেটার হিসেবেই নয়, একজন ভাল মানুষ হিসেবেও ফেরার জন্য প্রতিজ্ঞা করছি।” এরই পাশাপাশি, ফিল হিউজ কাণ্ডের পর মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা বাড়াতে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের হেলমেট ব্যবহারের নির্দেশের পাশাপাশি জানা গিয়েছে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। ২০১৬-র ১১ মার্চ শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ৩ এপ্রিল পর্যন্ত। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ২০১৭-তে। আর ৫০ ওভারের পরবর্তী বিশ্বকাপ হবে ২০১৯-এ ইংল্যান্ডে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

t20 world cup india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE