Advertisement
E-Paper

পস্টিগা মাঠে নেই, পস্টিগা-প্রেরণা আছে

আটলেটিকো কলকাতার এখন যেন সেই অবস্থা— আপন পর, পর আপন! আইএসএল টু-তে এটিকের এ পর্যন্ত চারটে জয়ের তিনটেই অ্যাওয়ে ম্যাচে। পাশাপাশি তিনটে হোম ম্যাচের দু’টোতেই হার। সেই ধারা বজায় রেখে শনিবার রাজধানীতে রবের্তো কার্লোসের দিল্লি ডায়নামোসকে কি হারাতে পারবে হাবাসের কলকাতা?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০৩:১৩

আটলেটিকো কলকাতার এখন যেন সেই অবস্থা— আপন পর, পর আপন!

আইএসএল টু-তে এটিকের এ পর্যন্ত চারটে জয়ের তিনটেই অ্যাওয়ে ম্যাচে। পাশাপাশি তিনটে হোম ম্যাচের দু’টোতেই হার। সেই ধারা বজায় রেখে শনিবার রাজধানীতে রবের্তো কার্লোসের দিল্লি ডায়নামোসকে কি হারাতে পারবে হাবাসের কলকাতা?

কলকাতা মাঝমাঠের অন্যতম অস্ত্র ইজুমি আরাতার মন্তব্য তাৎপর্যপূর্ণ। টিম সূত্রে খবর, দিল্লি ম্যাচ জিততে না পারলে দেওয়ালির রাতে গত ম্যাচ জেতার সব আনন্দ স্যাটারডে নাইটে মাটি হয়ে যাবে, ঘনিষ্ঠমহলে বলেছেন আরাতা।

টিমে চোট-আঘাত, কার্ড সমস্যা নেই। মাদ্রিদ থেকে হ্যামস্ট্রিং চোট সারিয়ে দিল্লি পৌঁছে গিয়েছেন টিমের মার্কি পস্টিগা-ও। যাঁকে দেখে কলকাতা কোচের আরও আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘আমরা তো ওর অপেক্ষাতেই ছিলাম।’’ যুবভারতীতে দিল্লির কাছে হেরেছিলেন। বদলার ম্যাচ জিততে নেহরু স্টেডিয়ামে পস্টিগাকে নিয়ে হাবাসের বিশেষ পরিকল্পনা আছে কি? উত্তর— না।

যেটা আরও জোর পাচ্ছে পস্টিগার নিজের মন্তব্যেই। ‘‘আমার চোটের শেষ পর্যায়ের চিকিৎসা চলছে। আশা রাখি দ্রুত পুরো সুস্থ হয়ে শেষের দিকের ম্যাচগুলো জিতে শেষ চারে যেতে পারব। আর তাতে টিমে আমিও কিছুটা অবদান রাখতে পারব।’’ টিম সূত্রেও খবর, শনিবার পস্টিগার খেলার সম্ভাবনা নেই।

ন’ম্যাচে কলকাতার পয়েন্ট ১৩। শনিবার জিতলে সেমিফাইনালে জায়গা মজবুত করে নেওয়ার সম্ভাবনা। হাবাস বলছেন, ‘‘কখনও হোমে, কখনও অ্যাওয়ে ম্যাচে টিম ভাল পারফর্ম করছে। তবে কাল তিন পয়েন্টের জন্য চেষ্টার ত্রুটি থাকবে না আমাদের। কারণ টিমের মূলমন্ত্র একটাই— সেমিফাইনাল ওঠা।’’

পয়েন্ট টেবলে তিনে থাকলেও দিল্লি শেষ দুই ম্যাচে ঘরের মাঠ থেকে পুরো পয়েন্ট তুলতে পারেনি। তবে শনিবার জিতলে ফের লিগ শীর্ষে চলে যাওয়ার হাতছানি কার্লোসদের সামনে। দিল্লির গোলে আন্তোনিও ডবলাস, ডিফেন্সে রিসে, মাঝমাঠে মালৌদা যেমন দাপটে খেলছেন, সেই দাপট দলটার ফিনিশিংয়ে নেই। আইএসএলে আট দলের মধ্যে সবচেয়ে কম গোল করেছে তারা (৮ ম্যাচে ৭ গোল)। তবে আগের দিনই জাতীয় দলকে গুয়াম ম্যাচে গোল করে জিতিয়ে দিল্লিতে যোগ দিয়েছেন টগবগে রবিন সিংহ। কলকাতার বিরুদ্ধেও গোলের জন্য রবিনের ছটফটানি অবশ্যই অস্ত্র হবে দিল্লির।

শনিবারে:

আইএসএল— আটলেটিকো দে কলকাতা : দিল্লি ডায়ানামোস (দিল্লি, ৭-০০)।

আই লিগ দ্বিতীয় ডিভিশন— মহমেডান স্পোর্টিং : গুয়াহাটি এফসি (বারাসত স্টেডিয়াম, ২-০০)।

isl postiga
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy