Advertisement
০১ মে ২০২৪

ব্রাজুকা ভয় দেখাচ্ছে না সিজারকে

ডেড বল সিচ্যুয়েশনে ডাচদের কাছে ১-২ হেরে দক্ষিণ আফ্রিকায় ষষ্ঠ বার বিশ্বকাপ রিওতে আনার স্বপ্নভঙ্গ হয়েছিল পেলের দেশের। চার বছর আগে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ময়না তদন্ত করতে বসে সেলেকাওদের গোলকিপার জুলিও সিজার দুষেছিলেন ওই বিশ্বকাপের বল ‘জাবুলানি’কে। তবে এ বারের ম্যাচ বল ‘ব্রাজুকা’ নিয়ে কোনও ক্ষোভ নেই ব্রাজিল কিপারের।

ম্যাচ বল নিয়ে স্কোলারির ক্লাস। ছবি: রয়টার্স।

ম্যাচ বল নিয়ে স্কোলারির ক্লাস। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ মে ২০১৪ ০৩:০৫
Share: Save:

ডেড বল সিচ্যুয়েশনে ডাচদের কাছে ১-২ হেরে দক্ষিণ আফ্রিকায় ষষ্ঠ বার বিশ্বকাপ রিওতে আনার স্বপ্নভঙ্গ হয়েছিল পেলের দেশের। চার বছর আগে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ময়না তদন্ত করতে বসে সেলেকাওদের গোলকিপার জুলিও সিজার দুষেছিলেন ওই বিশ্বকাপের বল ‘জাবুলানি’কে। তবে এ বারের ম্যাচ বল ‘ব্রাজুকা’ নিয়ে কোনও ক্ষোভ নেই ব্রাজিল কিপারের।

বৃহস্পতিবারই তেরোসোপোলিসে ব্রাজুকা নিয়ে প্রথম অনুশীলনে নামলেন অস্কার, নেইমাররা। অনুশীলনের পর এই বিশ্বকাপের ম্যাচ বল নিয়ে সিজারের মূল্যায়ন, “ব্রাজুকা বেশ ভাল। অনুশীলন করতে কোনও সমস্যা হয়নি। গত বার জাবুলানি এত হাল্কা ছিল যে গ্রিপ করতে অসুবিধা হত।”

১২ জুন বিশ্বকাপের উদ্বোধনের দিন প্রথম ম্যাচেই ব্রাজিল মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়ার। যার আগে ফুটবলারদের ফিটনেস থেকে শরীরের মেদ, সব কিছুই খুঁটিয়ে দেখছেন স্কোলারি। এ দিন নেইমার, হাল্ক, ফ্রেডদের ওজন মাপা হয়। সব পরীক্ষায় কোনও ফুটবলার কতটা উত্তীর্ণ হয়েছে তা রহস্য হলেও নেইমারকে নিয়ে আগাম রিপোর্ট দিয়ে দিয়েছেন ব্রাজিলের ফিটনেস কোচ পাওলো পাইক্সাও। যাঁর মতে, বার্সেলোনায় খেলার কারণে শরীরে আরও শক্তি বেড়েছে নেইমারের। এক বছর আগে যে ফুটবলার রক্তশূন্যতার জন্য শিরোনামে এসেছিলেন তিনি আজ শারীরিক ভাবে অনেক ফিট। সেই কথা জানিয়ে পাইক্সাও বলেন, “নেইমার শুধু শারীরিক ভাবেই উন্নতি হয়নি। ওর অভিজ্ঞতা আরও বেড়েছে বার্সেলোনায় খেলায়। ওর উন্নতি থেকে লাভ হবে ব্রাজিলের।” মরসুম শেষে বার্সেলোনার হয়ে চোটের সমস্যায় ভুগলেও নেইমার এখন পুরোপুরি সুস্থ, জানিয়েছেন দলের ডাক্তার হোসে লুই রুঙ্কো। তাঁর কথায়, “নেইমার এখন পুরোপুরি সুস্থ। মরসুম শেষে একটু সমস্যা ছিল কিন্তু ও তা কাটিয়ে উঠেছে। এর জন্য বার্সেলোনাকেও ধন্যবাদ।”

বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’-এর প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের নক্ষত্র রোনাল্ডোও। তাঁর কথায়, “ঘরের মাঠে ব্রাজিল খেলবে। সঙ্গে নেইমারের মতো দারুণ একটা ফুটবলার স্কোলারির সম্পদ। অবশ্যই ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে।” বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসন রোনাল্ডোর(১৫) দখলেই আছে। কিন্তু আসন্ন বিশ্বকাপে আর দুটো গোল করলেই সেই সিংহাসনে বসতে চলেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোজে। যা নিয়ে প্রশ্ন উঠলে রোনাল্ডো বলেছেন, “রেকর্ড সব সময়ই ভাঙা-গড়ার মধ্য দিয়ে চলে। ক্লোজে আমার সর্বাধিক গোলের রেকর্ড ভাঙলে দুঃখ পাব না।”

আর ব্রাজিলের ব্যান্ডমাস্টার! বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপের জন্য যাঁর দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের ব্রাজিল অনুরাগীরা। সেই স্কোলারি অবশ্য বিশ্বকাপের পর অবসর নয়। কোচিং করানোর কথাই বলেছেন এ দিন। বরং ‘বিগ ফিল’ আরও ফোকাস ট্রফি ক্যাবিনেটে দ্বিতীয় বিশ্বকাপ যোগ করার ব্যাপারে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ বলছেন, “আমি ব্রাজিলিয়ান। আর ব্রাজিলিয়ানরা জয়ের কথা ভাবে। হয়তো আরও চার পাঁচ বছর কোচিং করাব। কিন্তু এই মুহূর্তে সে সব ভাবছি না। আমার দ্বিতীয় আর দেশের ষষ্ঠ বিশ্বকাপটাই মাথায় ঘুরছে দিন রাত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE