Advertisement
২২ মে ২০২৪
আর বাকি ১৯

ব্রাজিলই ফেভারিট, বলছেন দেল বস্কি

আটচল্লিশ ঘণ্টা পরেই হয়তো চূড়ান্ত স্প্যানিশ দল ঘোষণা করতে চলেছেন ভিসেন্তে দেল বস্কি। যার আগে তাঁর দলের উপর থেকে স্পটলাইট সরিয়ে ব্রাজিলকে ‘ফেভারিট’ বলে দিলেন স্প্যানিশ কোচ। দেশের মাঠে খেলার সুবিধে ছাড়াও নেইমার-অস্কারদের প্রতিভা আর এক বিশ্বজয়ী অধ্যায় সৃষ্টি করতে পারে বলে তাঁর ধারণা। দেল বস্কি বলেন, “ব্রাজিলই সবচেয়ে বড় ফেভারিট। ওরা সবাই একসঙ্গে খেলে অভ্যস্ত। তবে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া বিপদে ফেলতে পারে ওদের।”

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ মে ২০১৪ ০৩:১৩
Share: Save:

আটচল্লিশ ঘণ্টা পরেই হয়তো চূড়ান্ত স্প্যানিশ দল ঘোষণা করতে চলেছেন ভিসেন্তে দেল বস্কি। যার আগে তাঁর দলের উপর থেকে স্পটলাইট সরিয়ে ব্রাজিলকে ‘ফেভারিট’ বলে দিলেন স্প্যানিশ কোচ। দেশের মাঠে খেলার সুবিধে ছাড়াও নেইমার-অস্কারদের প্রতিভা আর এক বিশ্বজয়ী অধ্যায় সৃষ্টি করতে পারে বলে তাঁর ধারণা। দেল বস্কি বলেন, “ব্রাজিলই সবচেয়ে বড় ফেভারিট। ওরা সবাই একসঙ্গে খেলে অভ্যস্ত। তবে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া বিপদে ফেলতে পারে ওদের।”

দেল বস্কির ফেভারিট তালিকায় আছে আরও দল, “জার্মানি, নেদারল্যান্ডসের সুযোগ আছে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার।” স্পেনের দলে জাভি, ইনিয়েস্তা ছাড়াও জায়গা করে নিয়েছে বহু তরুণ প্রতিভা। মাতা থেকে নাভাস, দলে তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল। স্পেন দলের নতুন যুগ উন্মোচন করার লক্ষ্যেই এ রকম মানসিকতা নিয়ে দল সাজিয়েছেন দেল বস্কি। তিনি বলছেন, “সব সময় অতীত দিয়ে বর্তমান বিচার করা যায় না। ২০১০ বিশ্বকাপে যেমন খেলেছি তেমনই এ বার খেলতে হবে এমন কোনও মানে নেই। নতুনত্ব আনতেই অনেক এমন ফুটবলার বেছেছি যারা প্রথম বিশ্বকাপের স্বাদ পাবে।” দুই প্রজন্ম মিশিয়ে দল গড়ার পিছনে রয়েছে স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যও। “আমরা সব সময় কথা বলি জাভি, ইনিয়েস্তা, তোরেসদের নিয়ে। আস্তে আস্তে কিন্তু স্পেন দলে দুটো প্রজন্ম একসঙ্গে খেলছে। কোকে থেকে নাভাস, নতুন প্রজন্মও তৈরি হচ্ছে।”

তবে জাভি বা দাভিদ ভিয়া নন, কোচের মতে স্পেনের ‘এক্স ফ্যাক্টর’ আটলেটিকো মাদ্রিদের তরুণ তারকা কোকে। যিনি এই মরসুমে ‘রোজি-ব্ল্যাঙ্কোদের’ প্রধান অস্ত্রের অন্যতম। দেল বস্কি বলেন, “কোকে আমার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। চোখ বন্ধ করেও ওর উপর বিশ্বাস করতে পারব। ও যে কোনও জায়গায় খেলতে পারে। আক্রমণ থেকে রক্ষণ, সব কিছুই সামলাতে পারে কোকে।” অতীতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা রেশারেশির কারণে বহু বার বিতের্ক জড়িয়েছিল স্পেন। জল্পনা ছিল, দুই ক্লাবের মধ্যে খারাপ সম্পর্কের জন্য স্পেন দলে রিয়াল-বার্সা ফুটবলাররা কথা বলেন না একে অন্যের সঙ্গে। কিন্তু বিতর্ক উড়িয়ে দেল বস্কি বলেন, “কোনও সমস্যা নেই। ফুটবলাররা এখন অনেক ওয়াকিবহাল। পরিস্থিতি আগে অনেক ফুটবলারের নেতৃত্বে ঝামেলা হয়েছিল ঠিকই, কিন্তু ওদের বুঝতে হবে যে জাতীয় দল যে কোনও প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে।”

২০১৩ কনফেড কাপ ফাইনালে ব্রাজিলের কাছে ০-৩ হারের পরে প্রশ্নচিহ্ন উঠেছিল যে, তিকিতাকার আধিপত্ব শেষ হয়ে আসছে। যা নিয়ে কোচের মন্তব্য, “আমাদের কোনও নির্দিষ্ট খেলার ধরন নেই। প্লেয়ারের শক্তি দেখেই দল সাজাই। কোনও ফুটবলারের স্টাইলের বিরুদ্ধে দল গড়ি না।” বিশ্বকাপে স্পেনের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়া। যা নিয়ে ছক কষা শুরু করে দিয়েছেন দেল বস্কি। বলছেন, “আপাতত ভাবছি নেদারল্যান্ডস আর চিলি নিয়ে। অস্ট্রেলিয়ার খেলা অত দেখিনি। ব্রাজিলে দেখব ওরা কী রকম খেলে। তার পর সিদ্ধান্ত নেব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup del bosque
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE