লিওনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সচিন তেন্ডুলকর থেকে মহেন্দ্র সিংহ ধোনি। সবাইকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। তিনি—ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। এই সব মহাতারকাকে পিছনে ফেলে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে কোহলিকে। ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অবশ্যই এক নম্বরে। যা শোনার পর কোহলি ছবি-সহ টুইট করেছেন, ‘‘বিশ্বাসই হচ্ছে না আমাকে লোকে এত বেশি খুঁজছে! আমি বোধহয় লুকিয়ে থাকার ব্যাপারে দারুণ দক্ষ। মজা করছিলাম। আপনাদের ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ।’’