পুলিশ ক্লিন চিট দিয়েছে। তবু আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গেল বিরাট কোহলির পাকিস্তানি ভক্ত উমর দ্রাজের। ২৫ জানুয়ারি বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়ে বিশ্বাসঘাতকতার দায়ে গ্রেফতার হন উমর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতের জেতার আনন্দে কাণ্ডটা করেন বিরাট-ভক্ত। অন্য কোনও উদ্দেশ্যে নয়, বলছেন ২২ বছরের উমর। যিনি দেখতে অনেকটা কোহলির মতোই। জামিনের আর্জি খারিজ হওয়ায় উমরের আইনজীবী বলেছেন, ‘‘ফুটবল বিশ্বকাপে অনেকে ব্রাজিল-আর্জেন্তিনার পতাকা তোলে। তখন তো কোনও সমস্যা হয় না। পুরোটাই ক্রীড়াপ্রেমের প্রকাশ। এটাও সে রকম। আমরা সিদ্ধান্তের বিরুদ্ধে সেশন কোর্টে আবেদন করব।’’ দোষী প্রমাণিত হলে দশ বছর জেল হতে পারে উমরের।