Advertisement
০১ মে ২০২৪

মোদী যখন বিশ্বকাপে

বারাক ওবামা, নিকোলাস সারকোজি এবং নরেন্দ্র মোদীর মধ্যে মিল কোথায়? বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত কুইজ কনটেস্টে এ বার উড়ে আসতেই পারে প্রশ্নটা!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০৩:১৩
Share: Save:

বারাক ওবামা, নিকোলাস সারকোজি এবং নরেন্দ্র মোদীর মধ্যে মিল কোথায়? বিশ্বকাপ ফুটবল সংক্রান্ত কুইজ কনটেস্টে এ বার উড়ে আসতেই পারে প্রশ্নটা!

উত্তরটা হল, বিশ্ব রাজনীতিতে এই তিন নেতাকেই টুইটারে নিয়মিত ফলো করেন বেলজিয়াম এবং ম্যাঞ্চেস্টার সিটির অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।

ব্রাজিলে বিশ্বকাপের আসরে তাঁর দেশ এ বার ডার্ক হর্স। সেই ভিনসেন্ট কোম্পানি ফুটবল ছাড়াও বিশ্ব বাণিজ্য এবং রাজনীতির নিয়মিত পর্যবেক্ষক। তাঁর শহর ব্রাসেলস থেকে নয়াদিল্লির দূরত্ব ৬৪০৮ কিলোমিটার। তা সত্ত্বেও কোম্পানি নিয়ম করে খবর রাখেন ‘নমো’ আর তাঁর রাজনৈতিক কার্যকলাপের। টুইটারে অবশ্য ভারতের প্রধানমন্ত্রীর চেয়ে বেলজিয়ামের ফুটবল অধিনায়কের ফলোয়ারের সংখ্যা কিছুটা বেশিই। জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টারে বি স্কুলের শিক্ষার্থী কোম্পানির অবসর কাটানোর দুই প্রিয় বিষয় হল সমাজসেবা এবং বিশ্ব বাণিজ্য ও রাজনীতির খবর রাখা। ভারতের প্রধানমন্ত্রী এ খবর না রাখলেও আনন্দবাজারের কাছ থেকে এই খবর শুনে সোমবার রাতে ফেডারেশন সচিব কুশল দাস বললেন, “দারুণ খবর তো। কয়েক ঘণ্টা আগে শপথ নেওয়া আমার দেশের প্রধানমন্ত্রীকে টুইটারে ফলো করে কোম্পানি!” কয়েক সেকেন্ড চুপ থেকে ফের বললেন, “এতে আমার দেশের ফুটবল-বাণিজ্য বা ইমেজ যদি এক বিন্দুও এগোয় তা হলে সত্যিই খুব খুশি হব। আর বেলজিয়াম দলটা তো এ বারের বিশ্বকাপের কালো ঘোড়া।”

এটা ঠিকই যে আর কয়েক দিন পরে শুরু হতে চলা বিশ্বকাপে কোম্পানির দল ব্রাজিল, আর্জেন্তিনা, জার্মানি, স্পেনের পরেই কাপ জেতার পঞ্চম দাবিদার বলে মনে করছেন কোনও কোনও ফুটবল বিশেষজ্ঞ। ১৯৮৬ সালের সেমিফাইনালিস্টরা এগিয়ে ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, উরুগুয়ে-র মতো অতীতে বিশ্বকাপ জেতা দলগুলোর চেয়েও। এর অন্যতম কারণ, গত মরসুমে কোম্পানি ছাড়াও গোলকিপার থিবাউ কুর্তোয়া (আটলেটিকো মাদ্রিদ), ইডেন হ্যাজার্ড (চেলসি) জানুজাজ, ফেলাইনি (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), লুকাকু (এভার্টন)-দের তুখোড় ফর্মে থাকা। যা ভরসা জোগাচ্ছে কোচ মার্ক উইলমটসকে। রাশিয়া, দক্ষিণ কোরিয়া, আলজিরিয়ার সঙ্গে গ্রুপ এইচ-এ রয়েছে কোম্পানির দল। নক-আউটে সামনে পড়তে পারে জার্মানি বা পর্তুগালের মতো শক্ত প্রতিপক্ষ। মুলার বা রোনাল্ডোদের সামনে পড়লে তাঁদের আটকানোর ছক কষার ফাঁকে নমোকে ফলো করার সময় পাবেন কি ফিলিপ ডি’রাইডারের দেশের অধিনায়ক কোম্পানি? নাকি তত দিনে এই খবর জেনে ভারতীয় প্রধানমন্ত্রী নিজেই চোখ রাখবেন বিশ্বকাপে?

উত্তরটা হয়তো সময়ই দিতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup narendra modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE