Advertisement
২৩ মে ২০২৪

মুম্বইয়ের ব্যাটিংয়ে পরিবর্তনের ইঙ্গিত রাইটের

ব্যাটিংই ডোবাচ্ছে। আইপিএল সাতে টানা তিন ম্যাচ হারের পর ব্যাটিংয়ের সমস্যা নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জন রাইট। শুক্রবার রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পিছনেও ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করে রাইট বলেন, “আমাদের ব্যাটিংটা ঠিক ক্লিক করছে না। বোলারদের আমরা আরও চাপে ফেলে দিচ্ছি। বিশেষ করে গত দু’ম্যাচে সেটা দেখা গিয়েছে। আমাদের বোলিং খারাপ না হলেও এত কম রান তুলে বোলাররা জিতিয়ে দেবে সেটা আশা করা যায় না। তাই খুব দ্রুত ব্যাটিংয়ের সমস্যার সমাধান করতে হবে।”

সংবাদ সংস্থা
দুবাই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৪ ০৩:২০
Share: Save:

ব্যাটিংই ডোবাচ্ছে। আইপিএল সাতে টানা তিন ম্যাচ হারের পর ব্যাটিংয়ের সমস্যা নিয়ে চিন্তায় মুম্বই ইন্ডিয়ান্সের কোচ জন রাইট। শুক্রবার রাতে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পিছনেও ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করে রাইট বলেন, “আমাদের ব্যাটিংটা ঠিক ক্লিক করছে না। বোলারদের আমরা আরও চাপে ফেলে দিচ্ছি। বিশেষ করে গত দু’ম্যাচে সেটা দেখা গিয়েছে। আমাদের বোলিং খারাপ না হলেও এত কম রান তুলে বোলাররা জিতিয়ে দেবে সেটা আশা করা যায় না। তাই খুব দ্রুত ব্যাটিংয়ের সমস্যার সমাধান করতে হবে।”

বোলারদের মধ্যে বিশেষ করে হরভজন সিংহের প্রশংসায় পঞ্চমুখ রাইট। তিনি বলেন, “হরভজন একটা উদাহরণ। দুরন্ত বল করছে। চেন্নাইয়ের বিরুদ্ধেও আমার দেখা অন্যতম সেরা বোলিং করেছে। এক ওভারে তো তিনটে সুযোগ তৈরি করেছিল উইকেট তোলার। তার মধ্যে একটা ক্যাচ ফস্কেছে। সেটা অবশ্য হতেই পারে।” ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি না হলেও চেন্নাইয়ের বিরুদ্ধে ব্রেন্ডন ম্যাকালামের ব্যাটিংয়ে খুশি রাইট। “ব্যাটসম্যানরা যে চেষ্টা করছে না, তা নয়। কিন্তু এত কম রান তুললে জেতা যায় না। ম্যাকালাম ভাল ব্যাট করেছে। তবে আরও ২০ রান তুললে ফল অন্য রকম হতে পারত।”

রবিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মুম্বইয়ের ব্যাটিং অর্ডারে পরিবর্তন হওয়ারও ইঙ্গিত দেন রাইট। বলেন, “সব কিছু খুঁটিয়ে দেখে তেমন হলে কিছু ঝুঁকি নিতে হবে। ব্যাটসম্যানদের মধ্যে যারা ফর্মে রয়েছে তাদের কী ভাবে আরও সুযোগ দেওয়ার যায় সেটা দেখতে হবে।” সচিন তেন্ডুলকরের এ বার না থাকা, তা ছাড়া ডোয়েন স্মিথ, মিচেল জনসন আর গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিস্ফোরক ব্যাটসম্যানকে ছেড়ে দেওয়াটাও মুম্বইয়ের বিপক্ষে গিয়েছে কি না প্রশ্নে রাইট আবার কিছুটা সতর্ক। বলে দেন, “টিম আর ম্যানেজমেন্টকে কিছু প্লেয়ারকে ছাড়তেই হত। এই প্লেয়ারদের আমাদের বিরুদ্ধে ভাল খেলতে দেখাটা পছন্দের হবে না হয়তো। তবে এমন প্লেয়ারও তো আছে যারা দলের সঙ্গে বিরাট ভাবে জড়িয়ে রয়েছে। তা ছাড়া নতুন প্লেয়াররা এসে পারফর্ম করছে। আমরা হয়তো ছেড়ে যাওয়া প্লেয়ারদের অভাব অনুভব করব। কিন্তু সেটা তো এই টুর্নামেন্টেরই প্রকৃতি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE