Advertisement
১১ মে ২০২৪

‘মেলবোর্ন, আশা করছি দেখা হবে ২৯ মার্চ’

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম ওয়ান ডে অধিনায়কত্ব করতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি। দু’দিন পর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে। যদিও তার আগে ভারত অধিনায়কের স্বপ্নে দ্বিতীয় বিশ্বকাপ জয়।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৫ ০৩:২৭
Share: Save:

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম ওয়ান ডে অধিনায়কত্ব করতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি। দু’দিন পর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে। যদিও তার আগে ভারত অধিনায়কের স্বপ্নে দ্বিতীয় বিশ্বকাপ জয়।

বৃহস্পতিবার যে মাঠে ভারতের নতুন ওয়ান ডে জার্সি উদ্বোধন করতে এসেছিলেন ধোনি, সেই মেলবোর্নেই আগামী ২৯ মার্চ বিশ্বকাপ ফাইনাল। এবং এমএসডি চান, সে দিনের সেই ম্যাচটা খেলতে। “২০১১ বিশ্বকাপের পারফরম্যান্সটা আবার করে দেখাতে নিশ্চয়ই চাই আমরা। কিন্তু এখানকার পরিবেশ আলাদা, তাই সেটা মাথায় রেখে খেলতে হবে,” বলে ধোনি যোগ করেন, “বিশ্বক্রিকেটের অন্যতম সেরা মাঠ মেলবোর্ন। সব ফর্ম্যাটেই। বছর দুয়েক ওয়ান ডে-তে আমরা খুব ভাল করিনি। সেটা পাল্টাতে হবে। আশা করছি, ২৯ মার্চ এখানে কাপ ফাইনাল খেলতে আসব।”

ভবিষ্যৎ নিয়ে ধোনি প্রচুর কথা বললেও তাঁর সাম্প্রতিক অতীত, মানে টেস্ট অবসর নিয়ে বেশি কথা খরচ করেননি। এই প্রসঙ্গে প্রশ্নে “ভাল বিশ্রাম পেয়েছি,” আর তাঁর পরিচিত হাসি ছাড়া কোনও প্রতিক্রিয়া নেই। বরং ভারতের হয়ে খেলতে পারা নিয়ে তিনি অনেক বেশি মুখর। “যে কোনও ক্ষেত্রেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করাটা আশীর্বাদ। আমাদের দেশে ক্রিকেট খেলা একটু কঠিন, তাই খুব কম লোকই ভারতের জার্সি পরার সুযোগ পায়। অনেক দিন পর দেশের জার্সি পরে খুব ভাল লাগছে,” বলে দেন ধোনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি আবার হুঙ্কার দিয়ে রাখলেন, টেস্ট সিরিজের ফর্ম ওয়ান ডে-তেও ধরে রাখবেন তিনি। “সাদা জার্সিতে খেলি বা নীলে, আমাদের মনোভাবটা পাল্টায় না। যখন দেশের প্রতিনিধিত্ব করতে নামি, তখন প্রত্যেকটা ম্যাচই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ,” বলে কোহলি যোগ করেছেন, “অস্ট্রেলীয় পরিবেশে খেলার চ্যালেঞ্জটা আমি উপভোগ করেছি। দর্শক-প্রতিক্রিয়াও দারুণ লেগেছে। টেস্ট সিরিজটা ভাল ছিল। এখন ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপের দিকে মুখিয়ে আছি।” যে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে শুক্রবার ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দিয়ে। ভারত নামছে রবিবার।

টিম ইন্ডিয়ার লক্ষ্য, পরপর দুটো বিশ্বকাপ জয়। কোহলি বলছেন, “এই তরুণ টিম যদি পিঠোপিঠি বিশ্বকাপ জিততে পারে, তা হলে সেটা দারুণ একটা মাইলস্টোন হবে। দল হিসেবে আমাদের লক্ষ্য সেটাই।” গত পাঁচ দিন বিশ্রামের পর নতুন লক্ষ্যে ঝাঁপিয়েও পড়েছে ভারত। বুধবার মেলবোর্নে পৌঁছনোর পরে এ দিন তাদের ট্রেনিং সূচিতে থাকল হালকা ওয়ার্ম আপ, ফিল্ডিং ড্রিল আর ফুটবল। অনুশীলনে ছিলেন রবীন্দ্র জাডেজাও। যদিও তিনি বিশেষ ফিল্ডিং করেননি। কাঁধের চোট থাকায় অল্প বোলিং করেছেন। তিনি কবে পুরোপুরি ফিট হবেন, এখনও পরিষ্কার নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

icc world cup india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE