Advertisement
২২ মে ২০২৪
বার্সা: আলোর খোঁজে

মেসিকে সমীহ করছে না ম্যাঞ্চেস্টার সিটিও

লিওনেল মেসি গোল করতে পারছেন না। জাভি-ইনিয়েস্তার যুগলবন্দি ফিকে পড়ে যাচ্ছে। জেরার পিকের রক্ষণও আর আঁটোসাঁটো নেই। দিনের পর দিন সমস্যার তালিকা বেড়েই চলেছে জেরার্দো মার্টিনোর দলে। শনিবার রিয়াল ভায়াদোলিদের কাছে ০-১ হারের পরে আবার প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে যে, এই বার্সেলোনার কি পারবে মরসুমের সেরা ট্রফিগুলো ঘরে তুলতে? পরের ম্যাচেই মার্টিনোর ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০৫:১৪
Share: Save:

লিওনেল মেসি গোল করতে পারছেন না। জাভি-ইনিয়েস্তার যুগলবন্দি ফিকে পড়ে যাচ্ছে। জেরার পিকের রক্ষণও আর আঁটোসাঁটো নেই। দিনের পর দিন সমস্যার তালিকা বেড়েই চলেছে জেরার্দো মার্টিনোর দলে।

শনিবার রিয়াল ভায়াদোলিদের কাছে ০-১ হারের পরে আবার প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে যে, এই বার্সেলোনার কি পারবে মরসুমের সেরা ট্রফিগুলো ঘরে তুলতে? পরের ম্যাচেই মার্টিনোর ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটি। ঘা খাওয়া দলকে আরও বেশি আঘাত দিতে তৈরি, জানিয়ে দিলেন সিটির মাঝমাঠ তারকা ফার্নান্দিনহো। মেসিদের সতর্কবার্তা পাঠিয়ে ফার্নান্দিনহো বলেন, “প্রথম পর্বে বার্সেলোনাকে অনেক সমস্যায় ফেলেছি আমরা। ওরা কিন্তু চাপে পড়ে গিয়েছিল।” প্রথম পর্বে ০-২ পিছিয়ে পড়েও, বার্সার ঘরের মাঠ কাম্প ন্যুতে দুটো অ্যাওয়ে গোল করার ক্ষমতা রাখে সিটি, সেই কথা জানিয়ে ফার্নান্দিনহো যোগ করেন, “এই দল কিন্তু বার্সেলোনার ঘরানার মতো খেলছে না। প্রথম পর্বে ওদের পাসিং খেলা প্রতিরোধ করতে আমরা অনেকটাই সফল হয়েছিলাম।” কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে বার্সা ফেভারিট হলেও, চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু ‘অঘটনের’ মঞ্চ। “যত বড় দলই হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগে অঘটন ঘটতেই থাকে। চেলসির কথা মনে আছে। আমাদেরও কাম্প ন্যুতে ওদের মতো খেলতে হবে,” বলেন ফার্নান্দিনহো।

গত এক মাসে দুটো ম্যাচ হেরেছে বার্সেলোনা। যার মধ্যে ভায়াদোলিদ লা লিগার ১৭ নম্বর স্থানে থাকা দল। নিয়মিত গোলও পাচ্ছেন না মেসি। কিন্ত তাতে চিন্তিত নন বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। বরং পেলেগ্রিনির ম্যান সিটিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে তৈরি মেসি-নেইমাররা, সেই কথাই জানালেন মার্টিনো। বলেন, “ম্যাঞ্চেস্টারে আমরা খুব ভাল খেলেছিলাম। হ্যাঁ ভায়াদোলিদের সঙ্গে হারলাম। কিন্তু ম্যাচের ছবি দ্বিতীয় পর্বেও পাল্টাবে না।”

পাশাপাশি আবার প্রথম পর্বে ম্যান সিটির ছকে অবাক হয়ে গিয়েছিলেন বার্সা তারকা জাভি, সেই কথা জানিয়েই তিনি বলেন, “আমরা অবাক হয়ে গিয়েছিলাম ম্যান সিটির ছক দেখে। ভেবেছিলাম বল দখলে ওরা মন দেবে। কিন্তু ওরা রক্ষণাত্মক হয়ে পড়েছিল। প্রায় সব ফুটবলারই রক্ষণে গিয়ে বসেছিল।” সঙ্গে ম্যান সিটিকে কটাক্ষ করে জাভি শুধু বলেন, “ম্যান সিটি দারুণ, কিন্তু বার্সেলোনা বিশ্বের সেরা দল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

barcelona manchester city
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE