Advertisement
২২ মে ২০২৪

যুদ্ধে নামার আগেই ০-২ পিছিয়ে স্কোলারি

যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদিও সরকারি ভাবে তারিখটা ১২ জুন, কিন্তু ঘটনা হল, সাও পাওলোয় নামার আগেই ০-২ পিছিয়ে পড়লেন লুই ফিলিপ স্কোলারি! প্রথম ধাক্কাটা এসেছিল পেলের কাছ থেকে। যখন কাকা-রবিনহোকে বাদ দেওয়ায় ব্রাজিল কোচকে একহাত নিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। আর এ বার কর ফাঁকি দেওয়ার অভিযোগে স্কোলারির বিরুদ্ধে তদন্ত শুরু করল পর্তুগিজ সরকার। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে ব্রাজিল ফুটবল মহল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মে ২০১৪ ০৩:৩৭
Share: Save:

যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। যদিও সরকারি ভাবে তারিখটা ১২ জুন, কিন্তু ঘটনা হল, সাও পাওলোয় নামার আগেই ০-২ পিছিয়ে পড়লেন লুই ফিলিপ স্কোলারি!

প্রথম ধাক্কাটা এসেছিল পেলের কাছ থেকে। যখন কাকা-রবিনহোকে বাদ দেওয়ায় ব্রাজিল কোচকে একহাত নিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। আর এ বার কর ফাঁকি দেওয়ার অভিযোগে স্কোলারির বিরুদ্ধে তদন্ত শুরু করল পর্তুগিজ সরকার। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে ব্রাজিল ফুটবল মহল।

২০০৩ থেকে পাঁচ বছর পর্তুগালের কোচের দায়িত্বে ছিলেন স্কোলারি। সেই সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় এক কোটি ডলার অর্থ আসে। সেই অর্থ উপার্জনের উৎস স্কোলারি জানাননি বলে অভিযোগ পর্তুগাল সরকারের। পর্তুগালের অ্যাটর্নি জেনারেলের দফতরের তরফে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে জোর কদমে তদন্ত শুরু হয়েছে।

স্কোলারি অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলে দেন, “বিশ্বের যে প্রান্তেই হোক, যত দেশে কাজ করার সুযোগ হয়েছে নিজের আয়ের উৎস কোথাও জানাইনি এমন হয়নি। আর আমি নিশ্চিত এ ব্যাপারে আমার কোনও ভুল হয়নি। তার পরও কোথাও সমস্যা হলে তার জন্য আমি দায়ী নই।”

এতো গেল মাঠের বাইরের যুদ্ধ। এর সঙ্গে স্কোলারিকে সামলাতে হচ্ছে প্রাক্তনদের সমালোচনা এবং ফুটবলারদের উপর চেপে বসা চাপের পাহার। বারো বছর আগে ব্রাজিলকে বিশ্বকাপ দেওয়া স্কোলারি দেশজ মিডিয়ায় সাফ বলে দিয়েছেন, “ব্রাজিলে আমাদের সামনে জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই। তবে তার জন্য কোনও চাপ নেই। প্লেয়াররা সবাই হাল্কা মেজাজে রয়েছে। আমাদের থেকে কোনও দল ভাল হলে সেটা স্বীকার করতে সমস্যা নেই। কিন্তু সেটা তো দেখাতে হবে দলটাকে।” স্কোলারি বিশ্বকাপের সম্ভাব্য দল ঘোষণার পরই যে ভাবে দেশের কিছু সমর্থকদের মধ্যেই তরুণ টিমের অভিজ্ঞতার অভাব নিয়ে ‘গেল গেল’ রব উঠেছে তাতে কিছুটা বিরক্তই স্কোলারি। তিনি বলে দেন, “আমাদের যদি ক্রোয়েশিয়ার বদলে আশঙ্কার বিরুদ্ধে খেলতে নামতে হয় তা হলে তো কোনও সমস্যাই নেই।”

কোচের দর্শনে বিশ্বাসী টিমের এক নম্বর তারকা নেইমারও। বিশ্বকাপে পুরো ফিটনেস ফিরে পাবেন সে ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত ‘ওয়ান্ডারকিড’ শনিবার আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে লা লিগার ম্যাচেও নামতে চান। শোনা যাচ্ছিল বিশ্বকাপের বল গড়াতে মাস খানেকও আর বাকি না থাকায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন শনিবার নেইমারের ম্যাচে নামার বিরুদ্ধে। কিন্তু এ দিন সেই জল্পনা উড়িয়ে দিয়ে ব্রাজিল ফুটবল সংস্থা বিবৃতিতে জানিয়ে দিয়েছে তারা চায় নেইমার আটলেটিকোর বিরুদ্ধে খেলুক। বার্সেলোনা শেষ পর্যন্ত লা লিগা চ্যাম্পিয়ন হলে নেইমারের আত্মবিশ্বাসই বাড়বে। কিংবদন্তি জোহান ক্রুয়েফও বার্সার এ মরসুমে খারাপ পারফরম্যান্সের জন্য নেইমারারের কোনও দোষ দেখছেন না। বরং মেসির চুক্তির অঙ্ক বাড়িয়ে দেওয়া নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন। “নেইমারের এত বড় অঙ্কের চুক্তির পর সবার নজর ছিল মেসির দিকে। তাই বার্সেলোনা আরও বড় অঙ্কের চুক্তি করে সাময়িক সমাধানের পথে হেঁটেছে। কিন্তু মেসি ছাড়াও তো জাভির মতো প্লেয়াররা রয়েছে বার্সায়। যারা ক্লাবের জন্য সর্বস্ব দিয়েছে। ওদের বেলা?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE