Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রোনাল্ডো নাজেহাল প্রেমিকায়, মেসি মাফিয়ায়

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো— ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদের পরে এ বার প্রেমের ত্রিভুজের ফাঁদে পড়লেন। লিওনেল মেসি— কর ফাঁকি বিতর্কের পর মেক্সিকোর মাফিয়ার সঙ্গে যোগসূত্র বেরিয়ে পড়ল বিশ্ব ফুটবলের রাজপুত্রের। ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর জার্সি পরে ছবি পোস্ট করে ‘টুইটার ডার্লিং’ হয়ে উঠেছিলেন ভানেসা হুপেনকোথেন। প্রতিটা মেক্সিকো সমর্থকদের রিটুইটে ছিলেন তিনি।

ভানেসা: যাঁর সঙ্গে এ বার নাম জড়াল রোনাল্ডোর।

ভানেসা: যাঁর সঙ্গে এ বার নাম জড়াল রোনাল্ডোর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৫ ০২:৩২
Share: Save:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো— ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদের পরে এ বার প্রেমের ত্রিভুজের ফাঁদে পড়লেন।

লিওনেল মেসি— কর ফাঁকি বিতর্কের পর মেক্সিকোর মাফিয়ার সঙ্গে যোগসূত্র বেরিয়ে পড়ল বিশ্ব ফুটবলের রাজপুত্রের।

ব্রাজিল বিশ্বকাপে মেক্সিকোর জার্সি পরে ছবি পোস্ট করে ‘টুইটার ডার্লিং’ হয়ে উঠেছিলেন ভানেসা হুপেনকোথেন। প্রতিটা মেক্সিকো সমর্থকদের রিটুইটে ছিলেন তিনি। এ বার সেই হুপেনকোথেনের হাত ধরেই হয়তো দেখা যাবে বিশ্বের সেরা ফুটবলারকে। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী, রোনাল্ডোর নতুন প্রেমিকা মেক্সিকোর সাংবাদিক হুপেনকোথেন। কিছু দিন আগেই স্পেনে ব্যক্তিগত কাজে এসেছিলেন ভানেসা। সেখানেই রোনাল্ডোর সঙ্গে দেখা হয় তাঁর। এসএমএস, ফোনে কথা বলতে বলতে ভানেসার প্রেমে পড়ে যান সিআর সেভেন। ডেট করতেও শুরু করেন রিয়াল মহাতারকা। আর এতেই যাবতীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। কিছু দিন আগেই জল্পনা তৈরি হয়, রোনাল্ডোর নতুন প্রেমিকা স্প্যানিশ সাংবাদিক লুসিয়া ভিয়ালোন। এ বার ভানেসার নাম জড়িয়ে যাওয়ার পরে বিতর্ক তৈরি হয়েছে, ভিয়ালোন না ভানেসা— রোনাল্ডোর নতুন প্রেম কে?

চমকপ্রদ ভাবে আবার সিআর সেভেনের সঙ্গে প্রেমের গুজব উড়িয়ে দিয়েছেন দুই সাংবাদিকই। ভিয়ালোন যেমন বলেছেন, “আমার আর রোনাল্ডোর সম্পর্ক সম্পূর্ণ পেশাদার। ফুটবলার হিসাবে রোনাল্ডো আমার খুব পছন্দের।” পাশাপাশি আবার ভানেসার টুইট, ‘রোনাল্ডোকে জানার মতো ভাগ্য আমার নেই।’ প্রেমিকা কে, চূড়ান্ত জানার উপায় নেই। ফুটবল কেরিয়ার— তা নিয়েও ধোঁয়াশা। রিয়াল মাদ্রিদের এক কর্তার মতে, বর্তমান চুক্তি শেষ হওয়ার আগেই হয়তো ক্লাব ছেড়ে চলে যাবেন সিআর সেভেন। খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের কোনও দলে গিয়ে সই করবেন পর্তুগিজ মহাতারকা। যে কারণে গ্যারেথ বেলকে এখনই বিক্রি করতে রাজি নন ক্লাব প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজ। ওয়েলস উইজার্ডকে রোনাল্ডোর উত্তরসূরি হিসাবে চায় রিয়াল।

সময় ভাল যাচ্ছে না তাঁর প্রতিদ্বন্দ্বীরও। লিওনেল মেসির নাম জড়িয়ে পড়ল মেক্সিকোর মাফিয়ার সঙ্গে। শোনা যাচ্ছে, মেসির আয়োজন করা প্রদর্শনী ম্যাচগুলোয় প্রচুর আর্থিক নয়ছয় হয়েছে। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ স্বেচ্ছাসেবী সংস্থায় না গিয়ে, গিয়েছে মেক্সিকোর মাফিয়াদের কাছে। এলএম টেনের আয়োজিত ম্যাচে নাকি খেলার জন্য অর্থও পেয়েছেন ফুটবলাররা। ইতিমধ্যেই যা নিয়ে গোপনে তদন্ত শুরু করেছে স্প্যানিশ পুলিশ। শুধু মাফিয়ার সঙ্গে যোগাযোগ থাকার বিতর্ক নয়। বার্সেলোনা কোচ লুই এনরিকের সঙ্গে এখনও ঝামেলা অব্যাহত মেসির। দু’জনে এখনও কথা বলেন না। মেসিকে স্ট্র্যাটেজি বোঝাতে হলে, অন্য ফুটবলারদের মাধ্যমে নাকি সেটা করে থাকেন এনরিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE