Advertisement
১১ মে ২০২৪
আইপিএল কাণ্ড: এক ম্যাচের জন্য শাহরুখ ওয়াংখেড়েতে

রায় আজ বেরোয় কি না, উদগ্রীব ক্রিকেটমহল

আইপিএল ফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফেরাতে মরিয়া মুম্বই ক্রিকেট সংস্থা বোর্ডের যাবতীয় শর্ত মেনে নিল। এমনকী নির্বাসিত শাহরুখ খানকেও ওয়াংখেড়েতে ঢুকতে দিতে রাজি শরদ পওয়ারের এমসিএ। তবে সব শর্ত মানতে রাজি হলেও এমসিএ যে ফাইনাল ফিরে পাবেই, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এমন নিশ্চয়তা দিতে পারল না আইপিএল গভর্নিং কাউন্সিল। তা ঠিক হবে কাউন্সিলের পরবর্তী বৈঠকে।

ওয়াংখেড়ের সেই উত্তপ্ত রাত।

ওয়াংখেড়ের সেই উত্তপ্ত রাত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০১৪ ০৩:২৮
Share: Save:

আইপিএল ফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফেরাতে মরিয়া মুম্বই ক্রিকেট সংস্থা বোর্ডের যাবতীয় শর্ত মেনে নিল। এমনকী নির্বাসিত শাহরুখ খানকেও ওয়াংখেড়েতে ঢুকতে দিতে রাজি শরদ পওয়ারের এমসিএ। তবে সব শর্ত মানতে রাজি হলেও এমসিএ যে ফাইনাল ফিরে পাবেই, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এমন নিশ্চয়তা দিতে পারল না আইপিএল গভর্নিং কাউন্সিল। তা ঠিক হবে কাউন্সিলের পরবর্তী বৈঠকে।

ভারতীয় ক্রিকেটে টেনশন অবশ্য শুধু আইপিএল ফাইনাল ঘিরেই নয়। শুক্রবার যখন দেশ জুড়ে ভোটের ফল বেরোবে, সমান্তরাল ভাবে আরও একটা ফলের দিকে তাকিয়ে থাকতে হতে পারে ভারতীয় ক্রিকেট মহলকে। সুপ্রিম কোর্টের দু’নম্বর রুমের দিকে। বৃহস্পতিবার এক দিকে যেমন জল্পনা চলল, কেন্দ্রে কোন সরকার আসছে, তেমনই ক্রিকেট মহলের জল্পনা হল, শুক্রবারই আইপিএল ফিক্সিংয়ের তদন্ত কমিটি গঠন নিয়ে বহু প্রতীক্ষিত রায় দিয়ে দেবে কি না সুপ্রিম কোর্ট। ভারতীয় ক্রিকেটের সঙ্গে জড়িত কেউ কেউ বলছেন, আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের দু’নম্বর কক্ষে দুপুর একটা নাগাদ রায় দিতে পারে সর্বোচ্চ আদালত। কেন্দ্রে যেমন সরকার বদল নিয়ে আলোচনা চলছে, তেমনই এই রায় বেরোলে বোর্ডে শ্রীনি সরকারেও বদল আসবে কি না, তা নিয়েও এক দফা প্রশ্ন উঠে পড়েছে।

প্রশ্ন উঠেছে ওয়াংখেড়ের ভাগ্য নিয়েও। এমসিএ কর্তারা ফাইনাল পেতে এতটাই মরিয়া যে তাঁরা শাহরুখের উপর নিষেধাজ্ঞা সাময়িক তুলে নিতেও রাজি। তবে এর পরেও যে ওয়াংখেড়েতে ফাইনাল হবেই, এমন আশ্বাস দিলেন না গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান রঞ্জীব বিসওয়াল। আনন্দবাজার-কে তিনি সন্ধ্যায় বলেন, “আমি খবরটা প্রথম শুনছি। এখনও এমসিএ-র সিদ্ধান্ত সরকারি ভাবে জানি না। ওরা জবাব দিক। তার পর কাউন্সিলের বৈঠক হবে। তাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

বছর দু’য়েক আগে মুম্বই-কলকাতা ম্যাচের পর ওয়াংখেড়েতে শাহরুখকে নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার জেরে শাহরুখের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০১৭ পর্যন্ত ওয়াংখেড়েতে ঢোকা বারণ শাহরুখের। সম্মান রক্ষার লড়াইয়ে জিততে এখন তাঁকেও ঢুকতে দিতে রাজি এমসিএ। তবে তা শুধু এ বারের আইপিএল ফাইনালের জন্য। এই ব্যাখ্যা দিয়ে এমসিএ ভাইস প্রেসিডেন্ট রবি সবন্ত মুম্বই থেকে ফোনে বলেন, “শাহরুখ খানের উপর থেকে নির্বাসন তোলার সিদ্ধান্ত তো নেওয়া হয়নি। কাউন্সিলের অনুরোধে শুধু এই ম্যাচে ওঁকে প্রবেশাধিকার দেওয়া হবে। ”

তবে সব শর্ত মানলেই যে ওয়াংখেড়েতে ফাইনাল ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এমন কোনও আশ্বাস দেওয়া হয়নি কাউন্সিলের পক্ষ থেকে। বিসওয়াল তা সাফ জানিয়ে দিয়ে বলেন, “এমন কোনও আশ্বাস আমরা দিইনি যে, এমসিএ সব শর্ত মেনে নিলে ফাইনাল ওয়াংখেড়েতেই হবে।” তবে এক কাউন্সিল সদস্যের দাবি, রাত দশটার পর বাজি পোড়ানো ও লাউডস্পিকার বাজানোর অনুমতি পুলিশের কাছ থেকে এখনও এনে দিতে পারেনি এমসিএ। অনুমতি এনে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে মাত্র। আইপিএল চেয়ারম্যানের বক্তব্য শুনে আবার রবি সবন্ত বলেন, “আমাদের প্রেসিডেন্টের ইচ্ছা, ওয়াংখেড়েতেই আইপিএল ফাইনাল হোক। তাই গভর্নিং কাউন্সিলের চোদ্দোটি শর্তের সব ক’টিই মেনে নেওয়া হয়েছে। এর পরও যদি ওয়াংখেড়েতে ফাইনাল না হয়, তা হলে এর চেয়ে বড় অন্যায় আর কিছু হবে না। অন্য কোনও সংস্থা হলে এত আপস করত কি না, সন্দেহ আছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipltag shah rukh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE