Advertisement
২৭ এপ্রিল ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগ

রিয়ালের রেকর্ড, বিদায় লিভারপুল

ইউরোপের এলিট তকমা খসে পড়ল এক ক্লাবের। আর এক ক্লাব গড়ে ফেলল নতুন রেকর্ড। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের মহারণে দুটো দৃশ্যই দেখল ফুটবলবিশ্ব। বক্সের বাইরে বাঁ-দিক থেকে দুরন্ত ফ্রিকিক। গোল। তবু লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নিয়ে যেতে পারলেন না স্টিভন জেরার। সেলের বিরুদ্ধে ১-১ ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন লিভারপুল।

সিআর সেভেনের গোলের উচ্ছ্বাস। ছবি: গেটি ইমেজেস

সিআর সেভেনের গোলের উচ্ছ্বাস। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০৩:০১
Share: Save:

ইউরোপের এলিট তকমা খসে পড়ল এক ক্লাবের। আর এক ক্লাব গড়ে ফেলল নতুন রেকর্ড। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের মহারণে দুটো দৃশ্যই দেখল ফুটবলবিশ্ব।

বক্সের বাইরে বাঁ-দিক থেকে দুরন্ত ফ্রিকিক। গোল। তবু লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নিয়ে যেতে পারলেন না স্টিভন জেরার। বাসেলের বিরুদ্ধে ১-১ ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন লিভারপুল।

যে রাতে আবার ৪-০ গোলে লুদোগোরেতসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ মরসুমে সব মিলিয়ে টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ফেলল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, আরবেওলা, মেদরানের গোলের সুবাদে আরও একটা নজির গড়ে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্যায়ে এই নিয়ে দু’বার সব ম্যাচ জেতার।

পরের বার ইউরোপা লিগে অবনমনের হাত থেকে বাঁচতে ঘরের মাঠে বাসেলের বিরুদ্ধে ব্রেন্ডন রজার্সের টিমের প্রয়োজন ছিল জয় এবং তিন পয়েন্টের। মঙ্গলবার অ্যানফিল্ডে সেই দৌড়ে প্রথমেই বাসেলের ফাবিয়ান ফ্রেইয়ের গোলে ধাক্কা খায় ‘দ্য রেডস’। ম্যাচের বয়স তখন ২৫ মিনিট। এক গোলে পিছিয়ে থাকা লিভারপুলের উপর দ্বিতীয় ধাক্কাটা আসে ৬০ মিনিটে তাদের পরিবর্ত ফুটবলার লাজার মারকোভিচ লালকার্ড দেখায়। বিপক্ষের বেহরাং সাফারির মুখে হাত চালানোয় রেফারি মার্কোভিচকে রেয়াত করেননি।

যদিও রেফারির ‘কঠোর’ সিদ্ধান্তের তুমুল সমালোচনা হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক আর ব্রিটিশ মিডিয়ায়। এর পরেও ম্যাচ শেষের ১০ মিনিট আগে জেরারের গোল লিভারপুলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিল। ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত আক্রমণের ঝড় তুলে দিয়েছিল রজার্সের টিম। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। গ্রুপ পর্যায়ে ছ’টা ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া টিম যে শেষ ষোলোয় যাওয়ার যোগ্যতা দেখাতে ব্যর্থ সেটা লিভারপুল ক্যাপ্টেনও মেনে নেন। জেরার বলেন, “অ্যাওয়ে ম্যাচেও বাসেলের সঙ্গে আমরা ভাল খেলতে পারিনি। শেষ ২০ মিনিটেও ম্যাচে ফেরার সুযোগ ছিল। কিন্তু মার্কোভিচ লালকার্ড দেখায় আমাদের সেই শক্তি ছিল না।”

শক্তির যুদ্ধে পাল্লা দিয়ে দুরন্ত জয়ের পর রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি আবার বলে দেন, “অসাধারণ ফুটবলারদের নিয়ে গড়া আমাদের দল। আমাদের এই রেজাল্ট করার পিছনে রয়েছে কঠোর পরিশ্রম আর দুরন্ত পেশাদারিত্ব।”

রোনাল্ডোদের সামনে এ বার টানা ম্যাচ জেতার বিশ্বরেকর্ডের হাতছানি। আরও পাঁচ ম্যাচ জিতলেই তিন বছর আগে ব্রাজিলের কোরিতিবা এফসি-র টানা ২৪ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করবে রিয়াল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE