Advertisement
E-Paper

শ্যাম্পেন উত্‌সব ধোনির, মেয়ের নাম রাখলেন জিবা

বয়স চব্বিশ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই গোটা ক্রিকেট বিশ্বের লাইমলাইট এসে পড়েছে ছোট্ট ধোনির উপর। ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট কাপ্‌ল’-এর প্রথম সন্তান। তাকে নিয়ে উত্‌সাহ-আগ্রহ-কৌতূহলের বলয় সৃষ্টি খুব স্বাভাবিক। গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে আলোচিত কন্যাসন্তান, মহেন্দ্র সিংহ ধোনির প্রথম সন্তানের নাম জিবা।

প্রিয়দর্শিনী রক্ষিত

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০৫

বয়স চব্বিশ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই গোটা ক্রিকেট বিশ্বের লাইমলাইট এসে পড়েছে ছোট্ট ধোনির উপর। ভারতীয় ক্রিকেটের ‘ফার্স্ট কাপ্‌ল’-এর প্রথম সন্তান। তাকে নিয়ে উত্‌সাহ-আগ্রহ-কৌতূহলের বলয় সৃষ্টি খুব স্বাভাবিক। গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে আলোচিত কন্যাসন্তান, মহেন্দ্র সিংহ ধোনির প্রথম সন্তানের নাম জিবা।

ভারতীয় সময় শুক্রবার রাতে গুরগাঁওয়ের হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন সাক্ষী। অ্যাডিলেডে তখন গভীর রাত। তবে ভারত অধিনায়ক খুব স্বাভাবিক ভাবেই গোটা সময়টা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শনিবার সাতসকালেই টিমমেটদের সুখবরটা জানিয়ে দিলেন ধোনি। পাশাপাশি এটাও বলে দিলেন, এখন দেশে ফিরছেন না। টিমের সঙ্গে থাকছেন। সতীর্থরা সবাই উচ্ছ্বসিত ক্যাপ্টেনকে অভিনন্দন জানান।

শনিবার ঠাসা সূচির মধ্যে রাতের আগে সেলিব্রেট করার সময়ই পাওয়া যায়নি। সকাল ন’টা থেকে আইসিসির কোড অব কন্ডাক্ট নিয়ে বৈঠক, তার পর প্র্যাকটিসে ইশান্ত শর্মা-ভুবনেশ্বর কুমারদের গুরুত্বপূর্ণ ফিটনেস পরীক্ষা, সব নিয়ম মতোই চলল। তবে রাতে টিম ডিনারে নতুন বাবার জন্য ভালই সেলিব্রেশনের আয়োজন করেন টিম ম্যানেজার বিশ্বরূপ দে। শ্যাম্পেনের বোতল-সহ এলাহি আয়োজন দেখে ধোনি নাকি একটু লজ্জাই পেয়ে যান। তখন তাঁকে বলা হয়, অস্ট্রেলিয়ার মাটিতে এ রকম শুভ উত্‌সব শ্যাম্পেন ছাড়া হয় না।

টিমমেটদের উত্‌সাহ দেখে শেষ পর্যন্ত শ্যাম্পেনের বোতল খুলেই ফেলেন ধোনি। তার কাছাকাছি সময় সতীর্থদের মেয়ের নামটাও বলে দেন। “ধোনি বলল, মেয়ের নাম রেখেছে জিবা। বলল, পারসি ভাষায় কথাটার মানে ‘সৌন্দর্য’,” অ্যাডিলেড থেকে ফোনে বলছিলেন ভারতীয় টিমের ম্যানেজার বিশ্বরূপ। সঙ্গে সংযোজন, “ব্যাপারটা নিয়ে এত মাতামাতি দেখে ধোনি প্রথম দিকে বেশ লজ্জা পেয়ে গিয়েছিল। পরে অবশ্য বেশ স্বাভাবিক হয়ে গেল।”

গত বছর কন্যালাভের পরপরই দ্বিতীয় বারের জন্য আইপিএল ট্রফি জিতেছিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। ভারতীয় অধিনায়কের সদ্যোজাত কন্যা টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযানে জয়ের সৌন্দর্য আনতে পারে কি না, মহেন্দ্র সিংহ ধোনির হাতে দু’নম্বর ওয়ান ডে বিশ্বকাপটা তুলে দিতে পারে কি না, দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকেরা।

priodarshini rakshit champainge dhoni daughter jiba
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy