জার্সি খুলে পাগলের মতো দৌড়চ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগ জেতার উৎসবে এর পর রিয়াল মাদ্রিদ মহাতারকাকে এক ব্যক্তিকে জড়িয়ে ধরতে দেখেছে বিশ্ব। রিয়ালের জার্সি পড়া এই ব্যক্তি কে? তাঁর ভাই হুগো আভিয়েরো নাকি রোনাল্ডোর ছোটবেলার বন্ধু আলবার্ট ফানাতরাউ? যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে।
তবে কেউ কেউ ইঙ্গিত দিচ্ছেন শনিবার রাতে রোনাল্ডোর উৎসবের প্রথম দোসর ছিলেন আলবার্ট ফানাতরাউ-ই। যদিও মহাতারকা এ নিয়ে নিজে মুখ খোলেননি।
এও শোনা যাচ্ছে, আলবার্ট সম্পর্কে রোনাল্ডো নিজেই নাকি ম্যান ইউতে থাকালীন বলেছিলেন, “অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে আমার সতীর্থ ছিল। এক স্পটার আমাদের এক দিন বলেন, ‘যে বেশি গোল করবে, পর্তুগালের আন্দোরিনহা অ্যাকাডেমিতে সেই সুযোগ পাবে।’ মরিয়া ছিলাম দুই বন্ধুই।” তিনি নাকি আরও বলেছিলেন, “সে দিন আমি প্রথম গোলটা করি। আলবার্টও হেডে গোল করে। কিন্তু তৃতীয় গোলের সময় একা গোলকিপারকে কাটিয়ে আলবার্ট গোলটা করতে পারত। কিন্তু ও আমায় বলটা বাড়িয়ে দেয়। ম্যাচের পর বলেছিল, ‘তুমি আমার থেকে ভাল খেলো। সুযোগটা তোমারই পাওয়ার কথা।”
এই ঘটনাটা শুনে সাংবাদিকরা সটান আলবার্ট নামে একজনের বাড়ি চলে যান। সেই আলবার্ট ‘সব সত্যি’ বলার পাশাপাশি জানান, তাঁর ফুটবল কেরিয়ারও আর না এগোলেও জীবনের সব স্বাচ্ছন্দ্যই রোনাল্ডোর জন্য।”
উৎসবের রাতে লিসবনের গ্যালারি থেকে মাঠে রোনাল্ডোর আলিঙ্গনবদ্ধ বন্ধুটি তা হলে কে? উত্তর খুঁজতে ব্যস্ত ফুটবলপ্রেমীরা।