Advertisement
E-Paper

সৌরভের হাত ধরে ভারতীয় ফুটবলে হাজির স্পেনের দল

ভারতীয় ফুটবলে হাজির আতলেতিকো মাদ্রিদ! কলকাতার হাত ধরে। মুকেশ অম্বানীর কোম্পানি আইএমজি-আর সেপ্টেম্বরে যে ফুটবল আইপিএল শুরু করতে চলেছে, তাতে আতলেতিকোর সেই বিখ্যাত সাদা-লাল জার্সি ‘রোজি ব্ল্যাঙ্কোস’ পরে খেলবে কলকাতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিনে নেওয়া টিমের অংশীদার হওয়ার পাশাপাশি তাদের জার্সি-র রংও বেছে দিয়েছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাব-ই।

রতন চক্রবর্তী

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৪ ০৩:২১

ভারতীয় ফুটবলে হাজির আতলেতিকো মাদ্রিদ! কলকাতার হাত ধরে।

মুকেশ অম্বানীর কোম্পানি আইএমজি-আর সেপ্টেম্বরে যে ফুটবল আইপিএল শুরু করতে চলেছে, তাতে আতলেতিকোর সেই বিখ্যাত সাদা-লাল জার্সি ‘রোজি ব্ল্যাঙ্কোস’ পরে খেলবে কলকাতা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কিনে নেওয়া টিমের অংশীদার হওয়ার পাশাপাশি তাদের জার্সি-র রংও বেছে দিয়েছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাব-ই।

সৌরভের টিমের নাম কী হবে? ‘আতলেতিকো মাদ্রিদ কলকাতা’! কয়েক সপ্তাহ পরে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিরুদ্ধে খেলতে যাওয়া ক্লাব তাদের ওয়েবসাইটে এমন দাবি করলেও, সেটা সম্ভবত হচ্ছে না। শোনা যাচ্ছে, লা লিগার শীর্ষে থাকা ক্লাবটির সঙ্গে যুক্ত হলেও ওই নাম পছন্দ নয় সৌরভের।

তিন প্রতিদ্বন্দ্বীকে রিং-এর বাইরে পাঠিয়ে ফুটবলের আইপিএল, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সব থেকে দামি দল ছিনিয়ে নেওয়ার পর সৌরভ এমন নাম চাইছেন, যা নাইট রাইডার্সকে টেক্কা দিতে পারে। কারণ কলকাতা কেনার ব্যাপারে তাঁর এক নম্বর ‘শত্রু’ ছিলেন শাহরুখ-ই। জানা গিয়েছে, টিমের নাম নিয়ে রবিবার সকাল থেকেই আলোচনা শুরু করেছেন তিনি। আজ, সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক হোটেলে সরকারি ভাবে আত্মপ্রকাশ করবে সৌরভের টিম। সেখানে দলের নাম ঘোষণা হলেও হতে পারে।

দু’দিন আলোচনার পরে রবিবার দেশের আট শহরের জন্য যে আট লিগ পার্টনারের নাম ঘোষণা করেছে আইএমজি-আর, তাতে ধারে এবং ভারে কলকাতাই সব থেকে এগিয়ে। সচিন তেন্ডুলকর, বলিউডের তিন তারকা সলমন খান, রণবীর কপূর, জন আব্রাহাম, ভিডিওকনের মালিক বেনুগোপাল ধুত, শ্রীনিবাস ডেম্পো, সান গ্রুপের উপস্থিতি ভারতীয় ফুটবলের এক চমকপ্রদ অধ্যায় তৈরি করলেও আতলেতিকো মাদ্রিদকে যুক্ত করে চমকে দিয়েছেন সৌরভ। ইংল্যান্ডের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স যেমন ভেঙ্কিসের মালিকানাধীন, স্পেনের ক্লাবটিও তেমনই কিনেছে কলকাতা দলের মালিকানার একাংশ। আতলেতিকোর ওয়েবসাইটে তাদের সিইও মিগেল অ্যাঞ্জেল গিল মন্তব্য করেছেন, “আমরাই প্রথম ইউরোপের ক্লাব, যারা ভারতের কোনও ক্লাবের মালিকানায় সরাসরি এলাম।”

ফের্নান্দো তোরেস, সের্জিও আগেরো, দিয়েগো ফোরলানের ক্লাবকে আনার পাশাপাশি সৌরভ তাঁর টিমে যুক্ত করেছেন দুই শিল্পপতি সঞ্জীব গোয়েন্কা, হর্ষ নেওটিয়া এবং লগ্নি বিশেষজ্ঞ উৎসব পারেখকে। উৎসব আবার ভারতীয় ফুটবলের এক শীর্ষ কর্তার আত্মীয়। ফলে কলকাতা কেনার জন্য সৌরভ সহজেই শাহরুখ বা র্যঁদেভু-মোহনবাগান জোটকে পিছনে ফেলতে পেরেছেন।

কত জন দরপত্র জমা দিয়েছেন, তা নিয়ে আইএমজি-আরের কোনও কর্তা মুখ খুলতে চাননি। তবে মুম্বইয়ে ফোন করে জানা গেল সবচেয়ে বেশি আগ্রহ ছিল কলকাতা, দিল্লি এবং মুম্বই নিয়ে। কলকাতার বেস প্রাইস উঠেছিল সব থেকে বেশি প্রায় ষোলো কোটি টাকা। জানা গিয়েছে, আট লিগ পার্টনারের পার্টিশিপেসন ফি হিসাবে রবিবারই জমা পড়েছে মোট ১২০ কোটি টাকা। এবং সেটা এক বছরের জন্য। যা ভারতীয় ফুটবলের ইতিহাসে নজিরবিহীন। কারণ, ভারতীয় ফুটবল ফেডারেশনকে স্পনসর আইএমজি-আর দেয় বছরে ৩৮ কোটি টাকা।

সাতশো কোটির আইএসএলে সৌরভের মতোই যুক্ত হয়েছেন সচিন। পি ভি ভেঞ্চারের সঙ্গে মিলে কোচি দল কিনেছেন তিনি। বেঙ্গালুরু কিনেছে দক্ষিণের নামী মিডিয়া সংস্থা সান গ্রুপ। তেমনই অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে দিল্লি কিনে নিয়েছে ডেন নেটওয়ার্ক। বাণিজ্যনগরী মুম্বই কিনতে পারেননি কোনও ব্যবসায়ী। এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্টকে সঙ্গে নিয়ে কিনেছেন বলিউড তারকা রণবীর কপূর। আই লিগের ক্লাব শিলং লাজংকে নিয়ে জন আব্রাহাম কিনেছেন গুয়াহাটি। আই লিগ জয়ী দুই টিম ডেম্পো এবং সালগাওকর জোট বেঁধে কিনেছে গোয়ার দল। তাদের সঙ্গে রয়েছে ভিডিওকন। কলকাতা হারানোর পরে শাহরুখকে দিল্লি কিনতে রাজি করানোর চেষ্টা হয়েছিল। কিন্তু শনিবার রাতে না বলে দেন তিনি। সচিন-সৌরভ দল কিনলেও ক্লাব পাননি কোনও ফুটবল আইকন। প্রথমে শোনা গিয়েছিল গুয়াহাটির সঙ্গে ভাইচুং ভুটিয়া আছেন। কিন্তু মালিকের তালিকায় তাঁর নাম নেই।

মালিকানা নির্ধারণ হয়ে গেলেও আইকন ফুটবলার, বিশ্বকাপার এবং কোচেদের নিলাম কবে হবে, তা বলতে চাইছেন না সংগঠকরা। জানা গিয়েছে, সব লিগ পার্টনারকে নিয়ে একটি ওয়ার্কশপ হবে। তার পর দিন ঠিক হবে। চেষ্টা হচ্ছে হার্নান ক্রেসপোর সঙ্গে রোনাল্ডিনহো, মাইকেল ওয়েনের মতো তারকাদের আইকন ফুটবলার করে আনার। ডেভিড বেকহ্যামকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হতে পারে। ১৭ সেপ্টেম্বর শুরু হবে লিগ। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

ক্রিকেট আইপিএলের আদলে নতুন লিগ শুরু হলে ভারতীয় ফুটবল ঘুরে দাঁড়াবে কি না, তা সময় বলবে। তাদের অস্তিত্ব বিপন্ন হবে, এই আশঙ্কায় এক সময় জোট তৈরি করে আই লিগের ক্লাবগুলো আটকে দিয়েছিল এই টুর্নামেন্ট। বর্তমান পরিস্থিতিতে কলকাতার বড় ক্লাবের কর্তারা অপেক্ষা করতে চান। ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “বিটার না বেটার কোনটা হবে, তা সময় বলবে। তবে কর্পোরেট জগৎ যে ফুটবলে এগিয়ে এসেছে, এটা বড় দিক।” আর মোহনবাগানের সহ-সচিব সৃঞ্জয় বসুর মন্তব্য, “ভাল হলে স্বাগত।”

আপাতত কিন্তু ক্লাব জোটকে হারিয়ে এগিয়ে গিয়েছে সুপার লিগ।

football ipl indian super league sourav
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy