Advertisement
০৩ মে ২০২৪
লা লিগায় ব্যর্থ

সুয়ারেজের ‘দাঁত’ নেই!

কোথায় গেল গত বছরের ইউরোপের সর্বোচ্চ গোলদাতার সেই আগুনে ফর্ম? প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ঝড় তুলে দিয়েছিলেন যিনি গত মরসুমে, দলবদলের পর স্প্যানিশ ক্লাবে এসেও কেন তিনি বারবার ব্যর্থ? কোন গত সাত লা লিগা ম্যাচে এক বারও জালে বল জড়াতে পারেননি। তিনিলুই সুয়ারেকে নিয়ে প্রশ্নগুলো উঠছে। আর তার সঙ্গে বার্সেলোনার স্ট্রাইকারকে নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৪ ০৩:১৮
Share: Save:

কোথায় গেল গত বছরের ইউরোপের সর্বোচ্চ গোলদাতার সেই আগুনে ফর্ম? প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ঝড় তুলে দিয়েছিলেন যিনি গত মরসুমে, দলবদলের পর স্প্যানিশ ক্লাবে এসেও কেন তিনি বারবার ব্যর্থ? কোন গত সাত লা লিগা ম্যাচে এক বারও জালে বল জড়াতে পারেননি। তিনিলুই সুয়ারেকে নিয়ে প্রশ্নগুলো উঠছে। আর তার সঙ্গে বার্সেলোনার স্ট্রাইকারকে নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে।

চলতি মরসুমে ব্রাজিল বিশ্বকাপে ‘কামড় কাণ্ডে’র পরও নির্বাসনের সাজা পাওয়া উরুগুয়ের স্ট্রাইকারকে ঢাক-ঢোল পিটিয়ে ন্যুকাম্পে এনেছিল বার্সা। কিন্তু ৭৫ মিলিয়ন পাউন্ডের স্ট্রাইকার গত সাতটি লা লিগা ম্যাচে গোল করতে পারেননি। বার্সার হয়ে এখনও পর্যন্ত তাঁর দুটি গোলই চ্যাম্পিয়ন্স লিগে। প্রথমটি আপোয়েল আর দ্বিতীয়টি প্যারিস সাঁ জাঁর বিরুদ্ধে। তাই ইতালির ফুটবলার জিওর্জিও চিয়েলিনির ঘাড়ে কামড় বসানোর অভিযোগে নির্বাসিত উরুগুয়ে স্ট্রাইকারকে নিয়ে আশঙ্কা বাড়তে শুরু করেছে।

আশঙ্কা চার মাস নির্বাসনের সাজা কাটিয়ে এসে কি নিজের দাঁতটাই খুইয়ে বসেছেন সুয়ারেজ? মাঠে তাই বার্সার স্ট্রাইকারের গোলের দাঁত দেখা যাচ্ছে না। বার্সেলোনার ৫০ বছরের ইতাহাসে এমন গোল খরার মুখে পড়েছেন মাত্র তিন স্ট্রাইকার--ক্রিস্টোফ দুগারে, লুই গাসির্য়া আর ম্যাক্সি লোপেজ। এ বার কি সুয়ারেজের পালা?

সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে লা লিগায় শনিবারের গেটাফের বিরুদ্ধে বার্সার গোলশূন্য ড্রয়ের পর। যে ম্যাচে মহাগুরুত্বপূর্ণ দু’পয়েন্ট খুইয়ে লিগ টেবলে লিও মেসিরা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে।

সমালোচনার তির অবশ্য শুধু সুয়ারেজ নন, কোচ লুই এনরিকেকেও তাড়া করছে। স্প্যানিশ মিডিয়া গেটাফে ম্যাচের পর তুলোধোনা করে ছেড়েছে স্প্যানিশ কোচকে। বলা হচ্ছে এনরিকের হাবভাব দেখে স্পষ্ট লিগে কী ভাবে এই হতশ্রী অবস্থা থেকে বার্সাকে তুলে আনবেন সে ব্যাপারে কোনও ধারণাই নেই তাঁর। দল নির্বাচনেও কার্যকর কিছু করতে পারছেন না বার্সা কোচ। প্রথম একাদশে বৈচিত্র না থাকায় বিপক্ষের কাছে বার্সার ছক আন্দাজ করা সহজ হয়ে যাচ্ছে। ফর্মে থাকা জাভিয়ের মাসচেরানোকে কেন খেলানো হবে না উঠছে সেই প্রশ্নও।

দলের মধ্যেও যে আবহাওয়া বেশ গুমোট সেটা বার্সা ক্যাপ্টেন জাভির কথাতেই পরিষ্কার। শনিবারের ম্যাচের পর তিনি বলে দেন, “নেতিবাচক ফল। মাদ্রিদ চার পয়েন্টে এগিয়ে গেল আমাদের থেকে। আমাদের সামনে সুযোগ এসেছিল কিন্তু দিনটা আমাদের ছিল না। আরও খাটতে হবে।” তবে সমালোচনা যতই হোক, টিমের খেলায় হতাশ নন এনরিকে। “ম্যাচের গোড়াতেই সুযোগের সদ্ব্যাবহার না করতে পারলে পরে কাজটা কঠিন হয়ে যায়। সেটা তো জানা কথা। তবে এখনও অনেক দূর যাওয়ার বাকি। এটা ঠিক আমরা আরও নিখুঁত হতে পারতাম তা হলেও প্লেয়ারদের পারফরম্যান্সে আমি খুশি,” বলে দেন মেসিদের কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lui suarez la liga barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE