Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সঙ্গকারাদের জন্য তৈরি থাকতে আগে নামুক ধোনি

ভারতের যা রানরেট যাচ্ছে, গ্রুপে একটা-দু’টো বিরাট অঘটনের রেজাল্ট না হলে ধোনিরাই এক নম্বর হবে। তখন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বা শ্রীলঙ্কার সঙ্গে পড়বে মনে হচ্ছে। আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গ্রুপ ম্যাচ ধোনিরা খেলবে নিউজিল্যান্ডে। যেখানে মাঠের সাইড বাউন্ডারিই শুধু ছোট নয়, সকালের দিকে বল বেশ ভালই নড়াচড়া করে থাকে।

জোড়া সেঞ্চুরির পর। দিলশান (১৬১*) ও সঙ্গকারা (১০৫*)। ছবি: এএফপি।

জোড়া সেঞ্চুরির পর। দিলশান (১৬১*) ও সঙ্গকারা (১০৫*)। ছবি: এএফপি।

দীপ দাশগুপ্ত
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৪:০০
Share: Save:

ভারতের যা রানরেট যাচ্ছে, গ্রুপে একটা-দু’টো বিরাট অঘটনের রেজাল্ট না হলে ধোনিরাই এক নম্বর হবে। তখন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বা শ্রীলঙ্কার সঙ্গে পড়বে মনে হচ্ছে। আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গ্রুপ ম্যাচ ধোনিরা খেলবে নিউজিল্যান্ডে। যেখানে মাঠের সাইড বাউন্ডারিই শুধু ছোট নয়, সকালের দিকে বল বেশ ভালই নড়াচড়া করে থাকে।

এই শ্রীলঙ্কা বড় টুর্নামেন্টের দল। ওদের টপ অর্ডার দারুণ ফর্মে। এ দিন যেমন বাংলাদেশের বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি করল সঙ্গকারা এবং দিলশান। মালিঙ্গাও তিন উইকেট নিল। ওয়ান ডে আর টি-টোয়েন্টি মিলিয়ে শেষ পাঁচটা বিশ্বকাপের চারটের ফাইনালিস্ট সঙ্গকারা-জয়বর্ধনে-মালিঙ্গারা। দলটার নিউক্লিয়াসটা এই বিশ্বকাপেও একই আছে। খারাপ ফর্মে থাকা বড় ক্রিকেটার বড় সেঞ্চুরি বা অনেক উইকেটে পেয়ে গেলে তার প্রভাব টিমের উপর পড়ে। তিরাশি বিশ্বকাপে কপিলের ১৭৫-এ যেমন গোটা ভারতীয় দলের বডি ল্যাঙ্গোয়েজ পাল্টে গিয়েছিল। এখানে সঙ্গকারা-দিলশানের ফর্ম বাড়তি টনিক হবে টিমটার কাছে। জয়বর্ধনে তো ফর্মে আছেই।

গেইলের ডাবল সেঞ্চুরিতেও ঠিক তেমনটা পাল্টে যেতেই পারে ওয়েস্ট ইন্ডিজ টিমের অ্যাটিটিউড। ওয়েস্ট ইন্ডিজ দলে গেইল ছাড়াও কিন্তু ম্যাচ উইনার আছে। লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, ডারেন স্যামি এমনকী অনেক সময় রামদিনও দরকারে ২০ বলে ৪৫ করে দিতে পারে।

তবে এই দু’টো দলেরই সমস্যা বোলিংয়ে। অনেকটা আমাদের মতোই। সে প্রথম দু’টো ম্যাচে ভারতের বোলিং যতই ভাল হোক না কেন। তাই ম্যাচ দু’টো ব্যাটিং বনাম ব্যাটিং হওয়ার সম্ভাবনা বেশি। সে জন্য আমি চাইব, ধোনি তার আগে একটু বেশি ব্যাটে-বলে করে রাখুক। বিশেষ করে শ্রীলঙ্কা কোয়ার্টারে সামনে পড়তে পারে ভেবে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে তো মাত্র একটা ম্যাচ আছে ধোনিদের। নক আউটের আগে কিন্তু চারটে ম্যাচ পাচ্ছে। ধোনি ওই চারটেতেই জাডেজা, এমনকী রায়নার আগে এলেও ক্ষতি নেই। যতটুকু পরীক্ষা, তা গ্রুপ ম্যাচেই করতে হবে।

মনে রাখতে হবে আমাদের টপ অর্ডারে একমাত্র রোহিত ছাড়া মিডল অর্ডার পর্যন্ত প্রত্যেকেই বড় রানের স্বাদ পেয়েছে। কিন্তু লোয়ার মিডল অর্ডার এখনও তা নয়। যে ব্যাটিং পজিশনে ধোনি একটা বিরাট ভূমিকা রাখে। সে জন্য ধোনির সেই বিখ্যাত ফিনিশিং ফিরে আসাটা এখন ভারতের কাছে জরুরি। আর তার জন্য আসল যুদ্ধের আগে ধোনির বাকি গ্রুপ ম্যাচে ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে এনে ভাল ভাবে ব্যাটে-বলে করে রাখা ভীষণ দরকার।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ৩৩২-১

(দিলশান ১৬১ ন.আ, সঙ্গকারা ১০৫ ন.আ)

বাংলাদেশ ২৪০ (মালিঙ্গা ৩-৩৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world cup 2015 deep dasgupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE