Advertisement
০৫ মে ২০২৪
দুশ্চিন্তায় কোচ

সমর্থকদের আশ্বস্ত করলেন রোনাল্ডো

জার্মানির বিরুদ্ধে তিনি নামতে পারবেন? চোট সারবে তো তার মধ্যে? রাদামেল ফালকাও, ফ্রাঙ্ক রিবেরির মতো একের পর এক তারকা চোটের জন্য বিশ্বকাপের বাইরে চলে গিয়েছেন। তিনিও সেই তালিকায় পড়ে যাবেন না তো? সমর্থকদের এক রাশ প্রশ্ন যাঁকে ঘিরে তিনি---ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু ব্রাজিল বিশ্বকাপ নিয়ে সমর্থকদের আশ্বস্ত করছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০৩:৩৫
Share: Save:

জার্মানির বিরুদ্ধে তিনি নামতে পারবেন? চোট সারবে তো তার মধ্যে? রাদামেল ফালকাও, ফ্রাঙ্ক রিবেরির মতো একের পর এক তারকা চোটের জন্য বিশ্বকাপের বাইরে চলে গিয়েছেন। তিনিও সেই তালিকায় পড়ে যাবেন না তো? সমর্থকদের এক রাশ প্রশ্ন যাঁকে ঘিরে তিনি---ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু ব্রাজিল বিশ্বকাপ নিয়ে সমর্থকদের আশ্বস্ত করছেন।

একটি মাইক্রো ব্লগিং সাইটে পর্তুগিজ তারকা বলে দেন, “বিশ্বকাপে আমরা ফেভারিট নই। তবে সব সময়ের মতো এ বারও মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করব।” সঙ্গে সিআর সেভেন যোগ করেন, “গ্রুপ পর্বে আমাদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। আমার মতে আমাদের গ্রুপটাই বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী গ্রুপ। তবে আমরা এক ধাপ এক ধাপ করে এগোতে চাই।”

তবে পর্তুগিজ তারকার আশ্বাসের পরও আশঙ্কা যাচ্ছে কোথায়! শনিবার মেক্সিকোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের বাইরে তিনি। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেও তিনি নামতে পারবেন নিশ্চয়তা নেই। ১৬ জুন জার্মানি ম্যাচের আগে মাঠে ফিরতে পারবেন জোর দিয়ে বলতে পারছেন না পর্তুগাল কোচ পাওলো বেন্তো। বরং যুক্তরাষ্ট্রে প্রস্তুতি শিবির থেকে তিনি এ দিন বলেন, “রোনাল্ডো কবে মাঠে নামতে পারবে সেই সিদ্ধান্ত ও, আমি আর চিকিৎসকদের উপর নির্ভর করছে। যখনই ও প্র্যাকটিস করার মতো অবস্থায় চলে আসবে জানিয়ে দেব আমরা।” পর্তুগিজ কোচের কথাতেই স্পষ্ট রিয়াল মাদ্রিদ মহাতারকার টেন্ডনাইটিস আর পেশির চোট সারতে কতদিন লাগবে সেটা তিনি নিজেও জানেন না।

সিআর সেভেন যদিও সমর্থকদের উদ্দেশে বলেছেন, “এখনও জাতীয় সঙ্গীত শুনে কেঁপে উঠি। যার সঙ্গে কিছুর তুলনা চলে না। আশা করি এক দিন দেশের জার্সিতে ট্রফি জিতব।” সঙ্গে যোগ করেন, “অনেক আশা নিয়ে ব্রাজিল বিশ্বকাপের জন্য রওনা হয়েছি। তবে আমাদের পা মাটিতেই রয়েছে। আমাদের একটা লক্ষ রয়েছে। মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে সেই লক্ষে এগিয়ে যাব।” ব্রাজিলে সমর্থন পাওয়ার দিক থেকেও আত্মবিশ্বাসী রোনাল্ডো। “ব্রাজিলে লড়াই করার ব্যাপারটা অন্য মাত্রার। ব্রাজিলের মানুষ ভাইয়ের মতো। দু’দেশের ভাষাও এক। তাই মনে হচ্ছে ব্রাজিল বিশ্বকাপের অভিজ্ঞতাটা দুর্দান্ত হবে। আর আশা করছি ব্রাজিলিয়ানরাও আমাদের সমর্থন করবেন।”

কিন্তু বেন্তোর কথাতেও তো একটা সন্দেহ থাকছেই। মেক্সিকোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের জন্য তৈরি হওয়ার মাঝেই বেন্তো বলেন, “রোনাল্ডোই কিন্তু আমাদের টিমে এক মাত্র ভাল প্লেয়ার নয়।” অর্থটা স্পষ্ট। সিআর সেভেনের চোট দ্রুত সারবে আশা করার পাশাপাশি বিকল্প পরিকল্পনাও সেরে রাখছেন পর্তুগালের কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE