Advertisement
১১ জুন ২০২৪

হকিতে নিয়ম বদল, ম্যাচ ষাট মিনিটের, চার অর্ধে

হকি ইন্ডিয়া লিগের সৌজন্যে এ বার যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে হকির দুনিয়ায়। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে, কমছে ম্যাচের সময়সীমা। বাড়ছে বিরতির সংখ্যা। যা কার্যকর হবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০১৪ ০৩:২০
Share: Save:

হকি ইন্ডিয়া লিগের সৌজন্যে এ বার যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে হকির দুনিয়ায়। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে, কমছে ম্যাচের সময়সীমা। বাড়ছে বিরতির সংখ্যা। যা কার্যকর হবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে।

কী এই নতুন ফর্ম্যাট? বৃহস্পতিবারই লুসানে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কর্তাদের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, সত্তর মিনিটের বদলে এ বার হকি ম্যাচ হবে ৬০ মিনিটের। যেখানে পঁয়ত্রিশ মিনিটের দুই অর্ধের বদলে পনেরো মিনিটের চারটি অর্ধ থাকবে। বদল আসছে বিরতির সময়েও। এতদিন সত্তর মিনিটের ম্যাচে বিরতির জন্য সময়সীমা ধার্য ছিল দশ মিনিট। নতুন ফর্ম্যাট অনুযায়ী, এ বার দশ মিনিটের বিরতি থাকবে প্রথম দুই অর্ধের পর। আর প্রথম এবং তৃতীয়ার্ধের পর থাকবে দু’মিনিটের বিরতি। এছাড়াও প্রতিটি পেনাল্টি কর্নারের আগে এবং প্রতিটি গোলের পর চল্লিশ সেকেন্ডের ‘টাইম আউট’ রাখার নির্দেশও রয়েছে।

আর্ন্তজাতিক হকি ফেডারেশন প্রেসিডেন্ট লিয়ান্দ্রো নেগ্রে নতুন এই ফর্ম্যাট প্রসঙ্গে বলেছেন, “দর্শকদের কাছে হকির আকর্ষণ বাড়াতে এবং খেলোয়াড়দের কেরিয়ার আরও দীর্ঘায়িত করতেই এই সিদ্ধান্ত।” যা সমর্থন করে ভারতের চিফ কোচ টেরি ওয়ালশ বলেছেন, “এই নিয়মের ফলে প্রতিটি দেশ তাদের সেরা খেলোয়াড়ের সার্ভিস আরও বেশি সময় পাবে।” তবে ভারতীয় দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর রোল্যান্ট অল্টমান্স এই নতুন ফর্ম্যাটের প্রশংসা করলেও আগাম বেশি কিছু বলতে নারাজ। তাঁর কথায়, “বাণিজ্যিক কারণেই নতুন ফর্ম্যাট। এক বছর পরে বলা যাবে কোনও সুফল পাওয়া গেল কি না। তবে ভারতীয় হকির কোনও ক্ষতি হবে বলে মনে হয় না।”

এর আগে হকি ইন্ডিয়া লিগে পরপর দুই সংষ্করণে চার অর্ধে সাড়ে সতেরো মিনিট করে খেলা হত। সেই সূত্র ধরেই নতুন নিয়ম, জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। মে মাসে নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় বিশ্বকাপ হকি পুরনো ফর্ম্যাটে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচই হবে নতুন ফর্ম্যাটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

hockey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE