Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জামিন মনোজ, অধীরের

অধীরের স্ত্রী, অর্পিতা চৌধুরীকে বহরমপুর শহর লাগোয়া একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয় ২০০৭ সালের ২৩ মে। অর্পিতার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০২:৩৫
Share: Save:

প্রায় ১৩ বছর আগের দু’টি মামলায় বুধবার জামিন পেলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। ওই দু’টি মামমার একটিতে প্রদেশে কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর ছাড়াও আরও দুই অভিযুক্ত, কংগ্রেসের বিধানসভার মুখ্য সচেতক বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী অন্য জন, মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মৌসুমি বেগম। তাঁদের আইনজীবী পীযূষ ঘোষ বলেন, ‘‘ওই তিন জনের বিরুদ্ধে ২০১৭ সালের ২২ জুন গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তাঁরা সবাই বুধবার বহরমপুর আদালতে আত্মসমর্পণ করেন।’’ আদালতের দ্বিতীয় বিচারবিভাগীয় বিচারক বিজয়েতা দে বুধবার তাঁদের জামিন মঞ্জুর করেছেন। ৩০ এপ্রিল ওই তিন জনকে হাজিরার নির্দেশ দেন বিচারক।

অধীরের স্ত্রী, অর্পিতা চৌধুরীকে বহরমপুর শহর লাগোয়া একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয় ২০০৭ সালের ২৩ মে। অর্পিতার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সেখানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। দ্বিতীয়টি নির্বাচনী বিধিভঙ্গের মামলা। ২০০৭ সালের ২১ জুলাই পঞ্চায়েত ভোটের আগের দিন শক্তিপুর থানা এলাকার। কংগ্রেসের জেলাপরিষদ প্রার্থী শাহনাজ বেগম প্রহৃত হন। ভোটগ্রহণের সময় অধীর শক্তিপুর গেলে তৃণমূল নেতা হুমায়ুন কবীর নির্বাচন কমিশনে অধীরের নামে বিধিভঙ্গের অভিযোগ করেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury Bail Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE