Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Anisur Rahman

জামিন পেলেন না আনিসুর

দুর্গাপুজোর সময় পাঁশকুড়ার মাইশোরায় নিজের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল নেতা কুরবান শা।

বিজেপি নেতা আনিসুর রহমানের।

বিজেপি নেতা আনিসুর রহমানের।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৯
Share: Save:

হাইকোর্টে জামিন খারিজ হয়ে গেল পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের মূল অভিযুক্ত তথা বিজেপি নেতা আনিসুর রহমানের। মঙ্গলবার আনিসুরের আইনজীবীর ওই আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।

দুর্গাপুজোর সময় পাঁশকুড়ার মাইশোরায় নিজের কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল নেতা কুরবান শা। ওই খুনে জড়িত থাকার অভিযোগে ৪ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল পাঁশকুড়ারই বিজেপি নেতা আনিসুরকে। বর্তমানে তমলুক আদালতে ওই মামলার শুনানি চলছে। তবে হাইকোর্টেও জামিনের আবেদন করেছিলেন আনিসুর।

এ দিন ওই জামিন মামলার শুনানিতে আনিসুরের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, তাঁর মক্কেল ৯৫ দিন ধরে জেলে রয়েছেন। আনিসুরের বিরুদ্ধে খুনে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কোনও প্রমাণ আদালতে দিতে পারেননি তদন্তকারীরা। মামলার চার্জশিটও নিম্ন আদালতে দাখিল হয়ে গিয়েছে। আনিসুরকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।

বিকাশের ওই আবেদনের বিরোধিতা করেন হাইকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাশ্বতগোপাল মুখোপাধ্যায়। তিনি আদালতে জানান, ওই অভিযুক্ত যে খুনের পরিকল্পনা করেছিলেন, তা অনেকেই শুনেছিলেন। যে আততায়ীদের খুনের জন্য ভাড়া করা হয়েছিল, গুলি চালানোর সময় তাদের বলতে শোনা যায়, ‘আনিসুর সে পাঙ্গা লেগা!’

সরকারি আইনজীবী আরও জানান, খুনের সময় কোন পথ দিয়ে আসতে হবে, কোন পথে পালাতে হবে— তার যে রুট ম্যাপ বানানো হয়েছিল, সেটির মূল ম্যাপটি আনিসুরের কাছ থেকে উদ্ধার হয়। আনিসুরের নির্দেশ মতো যে রুট ম্যাপটি তৈরি হয়েছিল, তার একাধিক সাক্ষী রয়েছে বলে আদালতে দাবি করেন সরকারি আইনজীবী। তাঁর দাবি, গুলি চালানোর সময় ঘটনাস্থলে নিজে হাজির না থাকলেও আনিসুরই হলেন খুনের মূল পরিকল্পনাকারী। দু’পক্ষের শুনানির পরেই আনিসুরের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতিদের বেঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anisur Rahman Qurban Shah TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE