Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নেতাজি-স্মরণ ঘিরে ফের সংঘাত, বিতর্কও

রাজ্যে বাম সরকার পরিবর্তনের পরে প্রথম বার নেতাজির জন্মদিনে এমন সংঘাত বেধেছিল। এ বার লোকসভা নির্বাচনের আগে আবার সেই টানাপড়েনের পুনরাবৃত্তি হতে চলেছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৪:১৮
Share: Save:

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনকে কেন্দ্র করে ফের সংঘাতের আবহ বাধল রাজ্যে। বরাবরের মতো বেলা ১২টায় রেড রোডের নেতাজি মূর্তি প্রাঙ্গনে এ বার অনুষ্ঠান করার সুযোগ না পেয়ে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে তাদের কর্মসূচি সরিয়ে নিল বামেরা। রাজ্যে বাম সরকার পরিবর্তনের পরে প্রথম বার নেতাজির জন্মদিনে এমন সংঘাত বেধেছিল। এ বার লোকসভা নির্বাচনের আগে আবার সেই টানাপড়েনের পুনরাবৃত্তি হতে চলেছে।

রেড রোডে বামফ্রন্ট এবং নেতাজি জয়ন্তী কমিটি যৌথ ভাবে জন্মদিনের অনুষ্ঠান করে। এ বার নির্ধারিত সময়ে শুধু সরকারই অনুষ্ঠান করবে বলে জানিয়ে দেওয়ায় বিকল্প পরিকল্পনা ঠিক করেছে বামফ্রন্ট। আগামী ২৩ জানুয়ারি রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে নেতাজি মূর্তির কাছে জড়ো হয়ে বাম নেতারা সুভাষ-স্মরণ করবেন বলে ঠিক হয়েছে বামফ্রন্টের বৈঠকে। বেলা সাড়ে ১১টা থেকে ওই কর্মসূচি হয়ে যাওয়ার পরে তাঁরা রেড রোডে নেতাজি মূর্তিতে মালা দিতে যাবেন।

নেতাজির ১২২তম জন্মদিনের আগে ‘দেশপ্রেম দিবসে’র দাবিও ফের সামনে এনে ময়দানে নেমেছে বামেরা। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই (এম-এল) লিবারেশন যৌথ ভাবে কেন্দ্রের কাছে দাবি জানিয়েছে, নেতাজির জন্মদিনকে ‘দেশপ্রেম দিবসে’র স্বীকৃতি দেওয়া হোক। ফ ব এই দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে, রাজ্য জুড়ে তাদের ‘নেতাজি ভাবনা যাত্রা’ও চলছে। বিজেপিতে যোগ দিয়ে নেতাজির পরিবারের একাংশ ২৩ জানুয়ারিকে ‘মুক্তি দিবস’ ঘোষণার যে দাবি তুলেছে, তার সমালোচনা করে ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেছেন, ‘‘সুভাযচন্দ্রের উত্তরাধিকার শুধু তাঁর পরিবারের নয়। তাঁর আদর্শ মেনে যাঁরা চলেন, তাঁরাই প্রকৃত উত্তরাধিকারী। রাজনৈতিক ফায়দার জন্য নেতাজি আবেগকে ব্যবহার করছে বিজেপি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Subhas Chandra Bose CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE